” আমার মা আমার বেহেস্তের” মধ্যদিয়ে শুটিং ফিরছেন সাইমন-মাহি
দীর্ঘ বিরতির পর কঠোর শ্রম ও শরীর চর্চার মধ্য দিয়ে শরীরের লবণ্য ফিরিয়ে পুণরায় শুটিং এ ফিরে আসছে।
‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘হিরো: দ্য সুপারস্টার’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। তার নির্মিত অধিকাংশ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।
এবার এ নির্মাতা নির্মাণ করছেন ‘আমার মা আমার বেহেশত’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৭ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হলেও তা মাঝপথে থেমে যায়।
দীর্ঘদিন পর সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন নির্মাতা। এজন্য প্রস্তুতি শুরু করেছেন সাইমন-মাহি ও কলাকুশলীরা। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘অনেক আগেই এর শুটিং শুরু করার কথা ছিল। করোনার কারণে বাকি অংশের শুটিং করতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শুটিং করতে চাচ্ছি।
এজন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি। এর নায়ক-নায়িকাও প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগির বাকি অংশের দৃশ্যধারণের কাজ শুরু করব।’ ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। আর বাবার চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।
উক্ত ফিল্মসের মধ্য বিনোদন ও পারিবারিক সম্পর্কে গভীরতা সম্পন্ন একটি চমৎকার আয়োজন দর্শকদের উপহার দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন পরিচালক।
বিডিনিউজ ইউরোপ/১১নভেম্বর /বার্তা সম্পাদক