• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অব্যাহত আশঙ্কাজনক ভিয়েনার অ্যাপার্টমেন্ট থেকে ৩১ অবৈধ অভিবাসীসহ পাচারকারী আটক ২ ফ্যাশনের জগতে নতুন আলোড়ন “রিস্কি ফ্যাশন” ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা দাফনের ৫ দিন পর জানতে পারল মেয়ে জীবিত চেয়ারম্যান ইফতারুল হাসানের ভয়ে আতঙ্কিত ভোলাবাসী রক্ষা পেতে বিশাল বিক্ষোভ চরভদ্রাসনে নবগঠিত ছাত্রলীগ কমিটির আনন্দ মিছিল বাংলাদেশীদের জন্য মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু “রোহিঙ্গাদের ভুলে যাবেন না”- জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অটোয়ায় শিখ নেতা হত্যার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চরমে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

” আমার মা আমার বেহেস্তের” মধ্যদিয়ে শুটিং ফিরছেন সাইমন-মাহি

জাবেদ নুর শান্ত ঢাকা ( বাংলাদেশ)
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

” আমার মা আমার বেহেস্তের” মধ্যদিয়ে শুটিং ফিরছেন সাইমন-মাহি

দীর্ঘ বিরতির পর কঠোর শ্রম ও শরীর চর্চার মধ্য দিয়ে শরীরের লবণ্য ফিরিয়ে পুণরায় শুটিং এ ফিরে আসছে।
‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘হিরো: দ্য সুপারস্টার’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকন। তার নির্মিত অধিকাংশ সিনেমায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।

এবার এ নির্মাতা নির্মাণ করছেন ‘আমার মা আমার বেহেশত’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১৭ সালে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হলেও তা মাঝপথে থেমে যায়।

দীর্ঘদিন পর সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন নির্মাতা। এজন্য প্রস্তুতি শুরু করেছেন সাইমন-মাহি ও কলাকুশলীরা। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘অনেক আগেই এর শুটিং শুরু করার কথা ছিল। করোনার কারণে বাকি অংশের শুটিং করতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন শুটিং করতে চাচ্ছি।

এজন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি। এর নায়ক-নায়িকাও প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগির বাকি অংশের দৃশ্যধারণের কাজ শুরু করব।’ ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় সাইমনের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। আর বাবার চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।
উক্ত ফিল্মসের মধ্য বিনোদন ও পারিবারিক সম্পর্কে গভীরতা সম্পন্ন একটি চমৎকার আয়োজন দর্শকদের উপহার দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন পরিচালক।
বিডিনিউজ ইউরোপ/১১নভেম্বর /বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ