• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
  • Bengali BN English EN French FR Greek EL
শিরোনাম
আগামী সোমবার জার্মানিতে পরিবহন ধর্মঘট ভোলায় তীব্র গরমে অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলাবাসী রোমানিয়ার সীমান্তে আবারো বাংলাদেশি আটক ২৩ স্লোভেনিয়া সীমান্তে ইতালির ‘অভিবাসী বিরোধী’ ক্যামেরা দিয়ে নজরদারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তারাবীহ নামাযের ফজীলত ও প্রয়োজনীয় কিছু মাসআলা গ্রিসে জাতির পিতার জন্ম দিন এবং জাতীয় শিশু দিবস- ২০২৩ উদ্‌যাপন সৌদিতে চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ ইউরোপে রোজা শুরু গ্রিসে বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সি সহ সভাপতি জসিম সম্পাদক জাহিদ নির্বাচিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আবারও সুদের হার বাড়াল
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

গ্রীসের আলগা তেরাগানু শহরে বাংলাদেশীদের আবাস স্থলে আগুন লেগে প্রবাসিরা নিঃস্ব

বিডিনিউজ ইউরোপ ডেক্স
আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

গ্রীসের আলগা তেরাগানু শহরে বাংলাদেশীদের আবাস স্থলে আগুন লেগে প্রবাসিরা নিঃস্ব

প্রচন্ড শীতের মধ্যে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়।
সৃষ্ট আগুনে প্লাস্টিকের তৈরি ফারাংগা যেখানে প্রবাসি বাংলাদেশি ৫০ জনের বসতিস্থল পুড়ে ছাই হয়ে গেছে।

এমন সময় আগুন টি লেগেছে তখন সকলে স্ট্রবেরি ও কমলা বাগানে কর্মব্যস্ত থাকায় কেহ হতাহত না হলেও প্রবাসি বাংলাদেশিরা পরিধানের বস্ত্র ছাড়া কিছু ই বের করতে পারেনি।
সাথে থাকা অর্থ, বস্ত্র,পাসপোর্ট ও প্রয়োজনীয় সকল ডকুমেন্টস হারিয়ে নিঃস্ব বলে জানা গেছে।

 

 

 

ঐ এলাকায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশী মুহাম্মদ আমিন কান্নায় কথা বলতে পারছিল না। কান্না জড়িত কন্ঠে জানান সকালে কাজে যাওয়ার সময় শরীরে থাকা বস্ত্র ছাড়া কিছু ই বের করতে পারেনি বলে জানান। ঐ বাসায় মুহাম্মদ আমিনের গচ্ছিত ছিল ৬০০ ইউরো নগত অর্থ,পাসপোর্ট, কাজের অনুমতি পত্র,টেক্স নাম্বার, ইন্সুইরেন্স পেপার,বেশ কয়েক বছরের সংগৃহীত রেসিডেন্স পারমিট জমা করার ডকুমেন্টস হারিয়ে দুকে দুকে কাঁদছিল আর এ প্রতিবেদকের সাথে আলাপ করছিল। জানা গেছে মুহাম্মদ আমিন কক্সবাজারের সন্তান।

মুহাম্মদ আমিন আরো জানান আগুন লাগার বিষয়টি ধারণা মূলক ঐ সময় কেহ না থাকায় নিশ্চিত করে বলা যাচ্ছে না কিভাবে আগুনের সুত্রপাতটি।তবে সকলের ধারণা হলো বৈদ্যুতিক সিস্টেমের বিস্ফোরণের কারণ হতে পারে বলে মন্তব্য করেন।

 

 

ক্ষতি গ্রস্ত এলাকা টি এথেন্স থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাইভেট বাহনে ৩ ঘন্টা ২০ মিনিটের দূরত্ব।

সেই ক্ষতি গ্রস্থ এলাকায় শুধু ই প্রবাসি বাংলাদেশিরা স্ট্রবেরি ও কমলা বাগানে কাজ করতে অবস্থান করছিল।
এ নিউজ টি গভীর রাতে হস্তগত হওয়াতেই গ্রীসে অবস্থান রত দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের কোন বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
পরবর্তী আপডেট নিউজে সংশ্লিষ্ট কতৃপক্ষের বক্তব্য জানানো হবে।

ভিডিও লিংকে ক্লিক করে পুড়ে যাওয়া আগুনের লেলিহান দেখুন

VID-20201225-WA0046

বিডিনিউজ ইউরোপ /২৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ