• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস- ২০২৪ উপলক্ষে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম চট্টগ্রাম কর্তৃক এক আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলনমেলা পরিনত হয়েছে। গত ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগার পাস ওয়াসিম আকরাম পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ৬৪ জেলার ন্যায় ভোলা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবকরা প্রায়শই সঙ্কটের সময়ে প্রথম কাজ করে, ঝুঁকি থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। এবং তাদের কাজ আমাদের সাধারণ মানবতাকে সমুন্নত রাখে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বক্কর সাহেব ও বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রমূখ।

অনুষ্ঠানের শেষে সকল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়।

এ অনুষ্ঠান প্রসঙ্গে “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ মুঠোফোনে বিডিনিউজ ইউরোপকে জানান, এ সকল অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাই এবং তিনি মনে করেন এসকল অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের মনোবল চাঙ্গা হয় ও মানবিক কাজে জোড়ালো ভূমিকা রাখতে সহায়তা করে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এসকল স্বেচ্ছাসেবীদের মিলনমেলার কর্মসূচি অবহৃত থাকবে।

bdnewseu/8December/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ