গ্রিসে বিধিমালার ভিত্তি তে কাতারিস্তিকো বা আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে।
কাতারিস্তিস্কো φορολογική δήλωση২০২১ (আয়কর ট্যাক্স রিটার্ন)
যারা যাদের কাজ ছিল না কাজ বন্ধ ছিল যারা আনাসতলিতে ছিল তাদের পক্ষে এখনো পর্যন্ত কাতারিস্থিকো করা সম্ভব নয়। ২০২১ সালের কাতারিস্থিকো যদিও এক সপ্তাহ যাবত চালু হয়েছে। অনেকে করদাতারা প্রক্রিয়া শুরু করলেও কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেননা সবচেয়ে বড় সমস্যা হল সেই বিষয়ে কোডগুলো তে অবস্থিত যা মহামারীতে সংঘটিত সুবিধার সাথে সম্পর্কিত সেগুলি এখনও ফাঁকা এর অর্থ হল করদাতাদের পক্ষে তাদের ট্যাক্স রিটার্ন সম্পন্ন করা অসম্ভব । কারা কারা এখন কাতারিস্তিকো φορολογική δήλωση করতে পারবেন না তারা হলেন
⏩মহামারী চলাকালীন অবস্থায় অর্থ সংগ্রহের জন্য ব্যাংক থেকে বিশেষ সুবিধা গ্রহণ
⏩ করুনা কালীন আনাসতলী বা বিশেষ ভাতা গ্রহণ।
⏩ ওয়াদের ভাতা /তামিও ।
⏩ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ ।
⏩জরুরী সহায়তা গ্রহণ তাদের ক্ষেত্রেই এখনও φορολογική δήλωση করা সম্ভব নয় ।
হয়তো কিছুদিনের ভিতরেই সেটা সরকার একটা ব্যবস্থা নিবে প্লাটফরমটি আনাসতলিতে থাকা লোকদের।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুন/জই