জনপ্রিয় নাট্য অভিনেতা অপূর্বের শারীরিক অবস্থার অবনতি, প্রয়োজন প্লাজমা
ছোট পর্দার জনপ্রিয় নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর শারীরিক অবস্থা আবার খারাপ হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, প্লাজমা লাগবে। নাট্য পরিচালক মিজানুর রহমান আরিয়ান এ বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, অপূর্বর বুকের সিটি স্ক্যান প্রতিবেদন হাতে পেয়েছেন চিকিৎসকেরা। তাতে দেখা গেছে, করোনায় তাঁর ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত অপূর্বকে শুরুতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও গতকাল বুধবার বিকেলে তাকে কেবিনে নেওয়া হয়। তার শরীর এখনো দুর্বল। তিন দিন পর ল্যাব রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানালেন আরিয়ান।
নাট্য নির্মাতা শিহাব শাহীন বলেন, অপূর্বর জন্য ‘এ পজিটিভ’ প্লাজমা লাগবে। গত ২ সপ্তাহের মধ্যে যারা করোনামুক্ত হয়েছেন তাদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় অপূর্ব কে।
বিডিনিউজ ইউরোপ /৫ নভেম্বর / বার্তা বিভাগ