• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ হওয়া ৪ বাংলাদেশীদের হাইকমিশনে স্থান্তর করবে

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা
আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ হওয়া ৪ বাংলাদেশদের হাইকমিশনে স্থান্তর করবে।
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশ থেকে নিখোঁজ হওয়া চার বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। তাদেরকে বাংলাদেশ হাইকমিশনার বা হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। গত ২৮ আগস্ট থেকে ওই চার বাংলাদেশি নিখোঁজ রয়েছে।

নিখোঁজ চার বাংলাদেশি নাগরিকদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ পলাশ, ফরহাদ, রাসেল ও মহসিন নিরাপদে আছেন। তারা নিখোঁজ হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তত্তাবধানে দক্ষিণ আফ্রিকার যেকোনো কারাগারে কিংবা আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তবে কোন আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন- এ ব্যাপারে তারা কিছুই বলতে পারেনি।
তবে চার বাংলাদেশি নাগরিক নিখোঁজ হওয়ার পর যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ ৪ বাংলাদেশিকে তাদের কোনো আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবেনা। আইনি জটিলতা থাকার কারণে একমাত্র বাংলাদেশ হাইকমিশনার বা হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করা হবে।
নিখোঁজ চার বাংলাদেশি নাগরিকের আত্মীয় স্বজনরা তাদের স্বজনদের ফিরে পেতে বাংলাদেশ হাইকমিশনার নুর-ই হেলান সাইফুর রহমানের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, গত তিন মাস ধরে নিখোঁজ চার বাংলাদেশিকে উদ্ধারের নামে অনেক স্বঘোষিত নেতা নিখোঁজ হওয়া বাংলাদেশিদের পরিবারের কাছে থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে।
সূত্র -যুগান্তর
বিডিনিউজ ইউরোপ/২ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ