• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

কূটনীতিক ও বিদেশী বন্ধুদের উপস্থিতিতে গ্রিসে উদযাপিত হলো বাংলাদেশ উৎসব

মতিউর রহমান মুন্না, (এথেন্স) গ্রিস
আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

কূটনীতিক ও বিদেশী বন্ধুদের উপস্থিতিতে গ্রিসে উদযাপিত হলো বাংলাদেশ উৎসব
মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় গ্রিসে উদ্যাপিত হলো ‘বাংলাদেশ উৎসব ২০২১’। ‘মুজিব বর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিসে ‘বাংলাদেশ উৎসব ২০২১’ এর আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে কূটনীতিক ও বিদেশী বন্ধুদের উপস্থিতিতে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো জমকালো বাংলাদেশ উৎসব-২০২১। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ উৎসব উদ্যাপনের লক্ষ্যে দুপুর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি খাবার ও ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমারোহে বাংলাদেশ দূতাবাস পরিণত হয় মিনি বাংলাদেশে। এথেন্স ও এর নিকটবর্তী শহরসমূহ থেকে আগত প্রায় ২ হাজার বাংলাদেশি সপরিবারে এই উৎসবে অংশগ্রহণ করেন।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ বিদেশী বন্ধু ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বেলা ২ ঘটিকায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন। এই দিন দুপুর থেকেই দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিগণ ভিড় জমাতে থাকেন। বাংলাদেশি পরিবার, নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ সর্বস্তরের বাংলাদেশিগণ এবং দূতাবাসের সদস্যরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ পোষাকে সজ্জিত হয়ে বাংলাদেশ উৎসবে অংশগ্রহণ করেন। মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকসহ স্থানীয় গ্রিক বুদ্ধিজীবিরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্যবৃন্দ, স্থানীয় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ, এথেন্সের দু’টি বাংলা স্কুল, দোয়েল একাডেমি ও বাংলা-গ্রিক এডুকেশন সেন্টারের শিক্ষার্থীসহ বাংলাদেশি শিশু-কিশোররা বাংলাদেশের সংগীত, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন।

শতশত নারী-পুরুষের ও শিশু-কিশোরের কলকাকলিতে মুখরিত হয় দূতাবাস এবং সৃষ্টি হয় এক বর্ণিল মনোরম পরিবেশের। উৎসবে আগমনকারীরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বাংলাদেশি পণ্য দেখেন এবং বাংলাদেশি খাবার আস্বাদন করতে করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলাদেশ উৎসব উপলক্ষ্যে স্থাপিত দূতাবাস স্টলটি জাতির পিতার ছবি, বাংলাদেশের উন্নয়নের চিত্র সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়। এতে সরকারের উন্নয়ন কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১সহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য যোগাযোগ, আইসিটি, টেলিকমিউকেশন, নারীর ক্ষমতায়ন, এমডিজিতে বাংলাদেশের সাফল্য, দারিদ্রদূরীকরণের মত আর্থ-সামাজিক উন্নয়নকে তুলে ধরা হয়। এছাড়া, কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন, বহির্বিশ্বে বলিষ্ঠ উপস্থিতিসহ গতিশীল পররাষ্ট্রনীতিকেও উপস্থাপন করা হয়।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ উৎসবে আগত কূটনীতিক, গ্রিক এবং বাংলাদেশি অতিথিদেরকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন সর্ম্পকে অবহিত করেন। রাষ্ট্রদূত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হবার পথে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসীদের এই উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় ভাবে সামিল হতে আহবান জানান এবং তিনি সকলকে এই মনোরম বিকালে বাংলাদেশি সংস্কৃতির দোলা ও বৈচিত্রপূর্ণ বাঙালি খাদ্যের আস্বাদন গ্রহণের আমন্ত্রণ জানান।

করোনা কালীন দীর্ঘ লকডাউন ও নিষেধাজ্ঞার পর দূতাবাস কর্তৃক আয়োজিত এই উৎসব গ্রিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল উদ্দীপনার সঞ্চার করেছে এবং সবার মাঝে আনন্দ, সৌহার্দ্য আর সম্প্রীতি আরো সুদৃঢ় করবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ অক্টোবর/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ