ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল। হিন্দোসতান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশী কাজের আবেদনে জমা পড়েছে ভুরি ভুরি জাল ডকুমেন্টস। আর সেই কারণ দেখিয়েই বাংলাদে শিদের ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করল ইতালি। এর ফলে বিপাকে পড়েছেন সেদেশে কর্মরত অন্তত ২ লক্ষ বাংলা দেশি। ইতিমধ্যে ঢাকায় ইতালির দূতাবাস থেকে বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশিদের পাসপোর্ট ফেরত দেওয়ার প্রক্রিয়া।
গত ১৭ অক্টোবর এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রনালয় জানিয়েছে, ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের দেওয়া ওয়ার্ক পারমিট স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। ইতালি আরো জানিয়েছে বাংলাদেশিরা কাজের আবেদন করে এত বেশি জাল ডকুমেন্টস জমা দিচ্ছেন যে তাদের দফতরের পক্ষে সমস্ত ডকুমেন্টস সত্যতা এত দ্রুত পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।
শুধু জাল ডকুমেন্টস নয়, কোথাও মালিকপক্ষের পর্যাপ্ত আয় নেই বলেও ওয়ার্ক পারমিটের অনুরোধ প্রত্যাখ্যান করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে বিপাকে পড়েছেন ইতালিতে অভিবাসী বাংলাদেশিরা। রবিবার থেকে তাদের পাসপোর্ট ফেরতের প্রক্রিয়া শুরু করেছে ইতালি সরকার।
ইতালিতে প্রায় ২ লক্ষ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। সেদেশের সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা বিপাকে পড়েছেন। তবে ইতালির ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশি দের জটিলতা নতুন নয়। কয়েক বছর ধরেই বাংলাদেশি দের অধিকাংশ ওয়ার্ক পারমিটের আবেদন করছে ইউরো পের দেশটি। পারমিট পেলেও অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস।
এক্ষেত্রে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক অফিসের যথেষ্ট কৌশলের ঘাড়তি রয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানিয়েছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন সংক্ষেপে এবজা ।
bdnewseu/22October/ZI/Italy