• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

রাতে বার্সার বিপক্ষে মাঠে নামছে পিএসজি খেলবেনা নেইমার

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

রাতে বার্সার বিপক্ষে মাঠে নামছে পিএসজি
খেলবেনা নেইমার

চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। বিরতির পর আবারও ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা হওয়ার লড়াই শুরু হচ্ছে। যেখানে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম পর্বে আজ বার্সেলোনার মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

রাতে বার্সার বিপক্ষে মাঠে নামছে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ম্যাচ, তাই মাঠে বসে উপভোগ না করতে পারলেও দিনটা একটু বেশিই স্পেশাল কাতালানবাসীদের জন্য। এর বিপরীতে অনেকটাই শূন্যতা বিরাজ করছে পিএসজি শিবিরে। কারণ গত ১১ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপের ম্যাচে চোট পেয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তাদের সেরা তারকা খেলোয়াড় নেইমার। এছাড়া একই কারণে অ্যাঞ্জেল ডি মারিয়াকেও একাদশে পাচ্ছে না লিগ ওয়ান জায়ান্টরা।

বার্সাতে অবশ্য নতুন করে চোটজনিত কোনো সমস্যা নেই। ইনজুরির কারণে অনেকদিন হলো দলের বাইরে আছেন আনসু ফাতি এবং জেরার্ড পিকে। তাদের ছাড়াই মাঠের খেলায় সেরা সময় পার করছে কাতালান ক্লাবটি। জয় পেয়েছে সর্বশেষ আট ম্যাচে। এছাড়াও দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। লা লিগায় গত ১৪ তারিখ আলাভেসকে হারানোর দিনে নিজে দুইটি ও সতীর্থকে দিয়ে এক গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা। যেটা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে পিএসজিকে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউটে এর আগে মোট চারবার বার্সার বিপক্ষে মাঠে নেমেছে পিএসজি। তার মধ্যে জয় আছে মাত্র একটিতে (১৯৯৪-৯৫ সালে)। তাছাড়া নকআউটে স্পেনের দলগুলোর বিপক্ষে মাত্র একটি অ্যাওয়ে ম্যাচে জিতেছিল (আট বছর আগে সেভিয়ার বিপক্ষে) মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ইনজুরির কারণে আজ একাদশে নেইমারকে পাচ্ছে না পিএসজি

তবে এই আর্জেন্টাইন কোচ চোট কিংবা অতীত পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন। শুধু শেষ ষোল নয়, তিনি বলছেন এবার শিরোপাটাই চাই তাদের, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা আমাদের খুব বেশি দরকার। ভক্ত-সমর্থকদের চাওয়াও ঠিক তেমনি। তাই আমরা অতীতের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

গত মৌসুমে টমাস টুখেলের অধীনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। তবে বায়ার্নের কাছে হেরে স্বপ্নের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল। সে বারের প্রেরণা নিয়ে নতুন কোচের অধীনে আজ প্যারিসের ক্লাবটি বার্সা বাঁধা পেরোতে পারে কিনা সেটা জানতে হলে আরও কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে।
বিডিনিউজ ইউরোপ /১৭ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ