• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভিয়েনা রাজ্যের ২৩ নাম্বার জেলা প্রশাসনে একঝাকঁ তরুণের রাজত্ব

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অষ্ট্রীয়া
আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ভিয়েনা রাজ্যের ২৩ নাম্বার জেলা প্রশাসনে একঝাকঁ তরুণের রাজত্ব
অস্ট্রিয়ার বর্তমান ক্ষমতাসীন দল ÖVP গত ভিয়েনার রাজ্য ও সিটি নির্বাচনে ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে সংখ্যাগরিষ্ঠা অর্জন করে বিজয় লাভ করে। এই বিজয়ের পিছনে ছিল ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের একঝাকঁ উদীয়মান তরুণ। যারা অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের যুব ÖVP দলের সদস্য।

এই নির্বাচনে বিপুলভোটে জয়লাভ করে ও দলের সমর্থনে আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণ মাহমুদুর রহমান নয়ন বর্তমানে জেলা পরিষদের প্রশাসনে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন বর্তমানে ভিয়েনার ২৩ নাম্বার জেলার অর্থ,পরিকল্পনা ও খেলাধূলা বিষয়ক কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন ।

কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন ইউরোপ ও বাংলাদেশ থেকে প্রচারিত একাধিক টেলিভিশন সাক্ষাৎকার বলেছেন,তিনি ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের যুবকদের খেলাধূলাসহ সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাবেন। তিনি ২৩ নাম্বার ডিস্ট্রিক্টে অথবা অন্যান্য ডিস্ট্রিক্টের আমাদের কমিউনিটির নতুন প্রজন্মের তরুণদের অস্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে আসার আহবান জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার জেলায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির উন্নয়নের জন্যও সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

এই জেলার ক্ষমতাসীন ÖVP দলের ২৮ বৎসর বয়স্ক চেয়ারম্যান Dominik Bertagnol জানান,এই জেলার ১৪ জন কাউন্সিলরের মধ্যে ৮ জনের বয়স ৩০ বৎসরের নীচে। ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট Liesing এর এই তরুণ দলের প্রধান হতে পেরে আমি গর্বিত।

তরুণ রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত এই নতুন জেলা পরিষদের প্রশাসনে বেশ কর্ম চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। নতুন এই তরুণ প্রশাসন ইতিমধ্যেই এই জেলার সর্বাধিকার ভিত্তিতে জেলার সার্বিক উন্নয়ন যেমন, ট্র্যাফিক সিস্টেম,যোগাযোগ ব্যবস্থা,আবাসিক বাসস্থান এবং স্বাস্থ্য সেবায় মনোনিবেশ করেছেন।
বিডিনিউজ ইউরোপ /১৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ