• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অনলাইন বিজনেস/ই কমার্স নিয়ে জানা-অজানাঃ মোঃশাফায়েত আজিজ রাজু

জাবেদ নুর শান্ত কর্তৃক সংগৃহীত
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

অনলাইন বিজনেস/ই কমার্স নিয়ে জানা-অজানাঃ মোঃশাফায়েত আজিজ রাজু

প্রথম -পর্ব
” সম্পদশালী বিশ্বে শুরু হয়েছে ঢের আগে। দারাজ,আলীবাবা র মত প্রতিষ্টিত কোম্পানি গুলো আজ সারা বিশ্বব্যাপি বিস্তৃত।আমাদের লাল সবুজের দেশে এই কয়েক বছর হল ই-কমার্সের পথ চলা।কভিড ভাইরাসে যখন সবাই গৃহবন্দী তখনই সবার অলক্ষ্যে এই সোক্টরটি দ্রুত বিস্তার লাভ করে।বিশেষ করে নেটিজেনরা কোনমতে একটি পেইজ খোলে মাক্স,অক্সিজেন,ঘি,মধু,ফ্রোজেন ফুড়,চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি বিক্রি শুরু করল।এমনকি একই ঘরের সাশুড়ি যদি পিঠা বানানোর পেইজ খোলে পুত্রবধু বেকিং (কেক জাতীয় সব) আইটেমের, ছেলে যদি মাক্স বিক্রির পেইজ খোলে বাবা আতর/ সুগন্ধির।ঘরের ছোট মেয়েটিও বসে নেই,সে খোলেছে শাডি- থ্রিপিস বিক্রির
এই সুযোগে কেউ পুঁজি করল সততার আর কেউবা অসৎ পথের।হোম ডেলিভারিতে গ্রাহকের অর্ডারের পণ্যটি ঘরের দোরগোড়ায় পৌছে দিল ঘরের ছোট ছেলেটি।
কেউ কুরিয়ার বা পরিবহন সার্ভিসের মাধ্যমে নকল পণ্য ধরিয়ে দিয়ে গ্রাহককে প্রতারিত করল।
ঘরের পডুয়া বেকার ছেলেটি পিঠে ব্যাগ ঝুলিয়ে সাইকেল বা বাইক নিয়ে শহরের অলিগলিতে পৌছে দিতে লাগল ডেলিভারির পণ্য।
বিশাল এক পরিবর্তন! চাকরি হারিয়ে যারা হতাশাগ্রস্হ ছিল তারা করোনা ধাক্কা সামলে নিয়ে নতুন করে ঘোরে দাঁডাতে শুরু করল।
সবার একটাই পণ ভিক্ষা করা যাবেনা,কারো কাছে হাত পাতা যাবেনা, নিজের পায়ে দাঁড়াতে হবে।
সত্যিই এই দেশটি বড়ই অদ্ভুধ বড়ই বিচিত্র,,,কেউ BCS ক্যাডার হয়ে রিলিফের চাল চুরি করছে, কেউ জনপ্রতিনিধি সেজে জনগনের পেটে লাথি মারছে,অনেক বড় কর্তা এসিরুমে বসে হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে,,,,,আর আমাদের ছেলেগুলো পিঠে ব্যাগ ঝুলিয়ে দেশটাকে সচল রাখছে। আহা জীবন আহারে জীবন!
দেখবেন একদিন সকল লুটেরাদের পাছায় লাথি মেরে নতুন প্রজন্ম এই দেশটাকে অনেকদূর নিয়ে যাবে ; কোন রাজনীতিবিদ নয়।
আমি দেখতে পাচ্ছে আগামীর বাংলাদেশকে সাইকেলের প্যাডেলে, বাইকের লুকিং গ্লাসে, শ্রমজীবির শক্ত-পোক্ত কাঁধে,,,,এ যেন এক অদম্য বাংলাদেশ, বড় মায়াভরা এক দেশ,,,, এদের ক্লান্তি নেই, মুখের হাসি নেই,এদের রোখার সাধ্য কারো নেই,,,,
ওরা সব দেখে প্রতিবাদ করেনা, ওরা সব শুনে কিছু বলেনা,ওরা আঘাতে আঘাতে জর্জরিত তারপরেও সয়ে যায় পাহাড় সমান ব্যাথা বুকে পাথর চাপা দিয়ে।
যে ছেলেটি লাজুক কথা বলতে জানতনা সেই ছেলেটি বা মেয়েটি কি সুন্দর করে আজ পন্য কেনাবেঁচা করছে, হোম ডেলিভারি দিচ্ছে,লাইভে এসে প্রেজেন্টেশান করছে স্মার্টলি,,, এটাই প্রতিবাদ। অসততার বিরুদ্ধে সততার,লুটেরার বিরুদ্ধে শ্রমজীবীর।একদিন এই প্রতিবাদ ঝড় হয়ে আপনার সাজানো রাজপ্রাসাদ তছনছ করে দিবে, আপনার সুইস ব্যাংকের জমানো ডলার /পাউন্ড তখন কোন কাজে আসবেনা”।

নোটঃপরবর্তি পর্বে থাকবে কিভাবে ই বিজনেস শুরু করবেন,,,, সে-সব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

লেখকঃ
মোঃ শাফায়েত আজিজ রাজু
সাবেক উপজেলা চেয়ারম্যান
পেকুয়া,কক্সবাজার।

বিডিনিউজ ইউরোপ /৭ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ