• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপীয় ইউনিয়নে অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা হামলায় ৩ সন্দেহভাজন গ্রেপ্তার বিচারের জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে: ড.ইউনূস হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে- ফ্রি ব্লাড ক্যাম্পিং চিকিৎসক সংকট ‌ব্যাহত হচ্ছে ঝালকাঠিত‌ স্বাস্থ্যসেবা জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন বাকুতে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস মণিপুর রাজ্যে নতুন করে সিআরপিএফ-বিদ্রোহী সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন

জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন

Kabir Ahmed International desk bdneu
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন ৷দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জার্মানির বড় রাজনৈতিক দলগুলো আগাম নির্বাচনের তারিখের বিষয়ে একমত হয়েছে৷মঙ্গলবার (১২ নভেম্বর) জার্মানির বিভিন্ন গণমাধ্যম এতথ্য জানায়। উল্লেখ্য যে,সপ্তাহে ভেঙে যায় চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট৷জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে (DW) জানায়,জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপিকে জানিয়েছে জার্মানির সংসদের কয়েকটি সূত্র৷নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে৷ ওই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে৷

তার আগে গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়৷ জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিস্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ এর প্রেক্ষিতে জোটের মধ্যে মত বিরোধ তৈরি হয়৷ আর জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এফডিপি৷ এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে৷ তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে মনে করা হচ্ছে৷

জার্মানিতে সবশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর৷ নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে৷ জোট সরকারের অংশ হয় সবুজ দল এবং ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি৷ কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়৷

bdnewseu/13November/ZI/german


আরো বিভন্ন ধরণের নিউজ