শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শ্রীবরদীতে ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ হুমায়ুন দিলদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ জিয়াউর রহমান। খেলায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জনাব মন্জুর আহ্সান এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব ফরহাদ আহম্মেদ আকন্দ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) উপজেলা চত্তরে ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে খেলাটির আয়োজন করেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অফিসার্স ক্লাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব এডিএম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তার এবং অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ /১ জানুয়ারি / জই