• সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

হাতীবান্ধায় স্কিন ক্যান্সারে আক্রান্ত নুরি আক্তার’কে বাঁচাতে এগিয়ে আসুন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

হাতীবান্ধায় স্কিন ক্যান্সারে আক্রান্ত নুরি আক্তার’কে বাঁচাতে এগিয়ে আসুন

আপনার একটু সদয় সহানুভূতি ফিরিয়ে দিতে পারে মরণব্যাধি স্কিন ক্যান্সারে আক্রান্ত নুরি আক্তার (২৩) স্বাভাবিক জীবন।

জরুরি হেল্প পোস্টঃ
নতুন ভাবে কিছু বলার নেই,তবুও কিছু বলতে চাই,,গত ২৪/১২/২০২০ এ আমি সকলের কাছে হেল্প চেয়ে আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছিলাম,,,হাতীবান্ধার হয়তো এমন কেউ নেই যে পোস্ট টা তার চোখে পড়েনি,,,তবুও আবারো বলছি,,,হাতীবান্ধা উপজেলার সিংগীমারি ইউনিয়নের ৯ নং ওয়াড এর তেলিপাড়া গ্রামের একটি গরিব পরিবারের মেয়ের স্কিন ক্যানসার হয়েছে,,তার চিকিৎসার জন্য প্রায় দেড় লক্ষ(১৫০০০০)টাকার দরকার,,,তো আমরা গত ২/১ দিনে অল্প কিছু টাকা উঠাতে পেরেছি,,,যার পরিমান তুলনা মূলকভাবে অনেক কম!
তার পরেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ গরিব পরিবারটির পাশে থাকার জন্য,,, হাতীবান্ধার বড় ভাইবোনদের কাছে হেল্প চাচ্ছি,,,দয়া করে আপনারা বিষয়টা একটু দেখবেন,,,,হয়তো আমাকে দিয়ে যে কাজ হবে,,,আপনাদের দিয়ে তার থেকে হাজারগুন বেশি কাজ হবে,,,আমি আমার হাতীবান্ধার সকল সামাজিক মানবসেবা প্রতিষ্ঠানের বড় ভাইবোনদের দৃষ্টি আকর্ষন করছি দয়া করে আপনারা অসহায় মেয়েটির পাশে দারিয়ে তার জিবন বাছানোর চেষ্টা করুন,,
১.আমরা পারি সামাজিক মানবসেবা সংগঠন(২০১৪)
২.অপরাজয় সামাজিক মানব সেবা সংগঠন(২০১৫)
৩.সেবায় সূর্যদয় মানবসেবা সংগঠন(২০১৭)
৪.প্রচেষ্ঠা মানব সেবা সংগঠন(২০১৭)
**আমার বিশ্বাস এই ৪ টি সংগঠন যদি মেয়েটির পাশে দাড়ায়,,,হয়তো দেড় লক্ষ(১৫০০০০) টাকা কোনো ব্যাপার হবে না।
এত টাকা কিভাবে আসবে??
মনে জাগতেই পারে,,, কিছুটা স্বপ্নের মত মনে হয়,,,কিন্তু আমার বিশ্বাস এই ৪ টি সংগঠন চেষ্টা করলে স্বপ্নটাও সত্যি হতে সময় লাগবে না।
এইতো এখন শীত কাল,,,হাতীবান্ধায় প্রায় প্রতিদিন এই শুনা যায় কোথাও না কোথাও ব্যাটমিন্টন টুর্নামেন্ট হচ্ছে/ফুটবল খেলা হচ্ছে,,,ফাইনাল খেলায় হাজার হাজার টাকার পুরষ্কার দেওয়া হচ্ছে/প্রাইজ মানি দেওয়া হচ্ছে,,,,তো সেই টাকাটা কি ইচ্ছে করলে আমরা গরিব অসহায় মেয়েটির জীবন বাচাতে দিতে পারিনা???
,আমি এটাই বলতে চাচ্ছি যে,,,আমাদের হাতীবান্ধার মানবসেবায় নিয়জিত সকল সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে,,,তাহলে কোনো কিছুই অসম্ভব নয়,,দয়া করে সকল মানবসেবা সংগঠনকে এগিয়ে আসার জন্য আহব্বান জানাচ্ছি।
পোস্টটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে ছরিয়ে দেন💖❤💞
কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন
পিতাঃ মোঃনুরজামাল
মাতাঃ রাশেদা বেগম
যোগাযোগঃ০১৭২২৬৫০৯৮৯(মেয়ের চাচা)
বিকাশঃ এজেন্টঃ০১৭৫১৫১৬৪০৬
পারসোনালঃ০১৭৮৩১২৬৯৮০
বিডিনিউজ ইউরোপ /২৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ