আইসিসির তালিকার শীর্ষে বাংলাদেশের ক্রিকেটার সাকিবের কামব্যাক
ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। র্যাঙ্কিংয়ে আবারো শীর্ষস্থান ফিরে পেলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে ছিলেন সাকিব। যে কারণে এ বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। করোনার কারণে ম্যাচ না হওয়ায় তাই র্যাঙ্কিংয়ে খুব ক্ষতি হয়নি সাকিবের। গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর র্যাঙ্কিংয়ে আবারো নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার (৪ নভেম্বর), সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনো তাই আছেন। তবে রেটিং কিছুটা কমে হয়েছে ৩৭৩, তবু দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। তারপর যথাক্রমে পাকিস্তানের ইমাদ ওয়াসিম, নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, ভারতের রবীন্দ্র জাদেজা ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস।
বিসিবির ঘরোয়া টি-টুয়েন্টি বঙ্গবন্ধু কাপ খেলতে শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন সাকিব।
সূত্র – ডিবিসি
বিডিনিউজ ইউরোপ /৪ নভেম্বর / বার্তা সম্পাদক