• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ধনবাড়ীতে নবাগত ওসি’র সহায়তায় খেলার মাঠ পেল স্থানীয়রা

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ধনবাড়ীতে নবাগত ওসি’র সহায়তায় খেলার মাঠ পেল স্থানীয়রা।টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী থানা সংলগ্ন ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করেন ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও ছোট ছেলে ফারহান।

ব্যাডমিন্টন মাঠ প্রস্তুতির সার্বিক দায়িত্বে ছিলেন, ধনবাড়ী থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী।এসময় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি, ইমাম হাসান সোহান,ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক রনি, সদস্য রনি, ধনবাড়ী নওয়া প্যালেজ এর ম্যানেজার শরিফ উদ্দিন সহ ধনবাড়ী থানার সকল সদস্য বৃন্দ ছিলেন।

ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলা হলো বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। এতে মানসিক বিকাশ ও শরীর সুস্থ থাকে। পুলিশের সদস্যদের কাজের একঘেয়েমি দূর করতে ধনবাড়ী থানা পুলিশের এ কার্যক্রম।

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন,শীতে যেমন লেপ প্রধান অনুষঙ্গ, তেমনি আরো এক অনুষঙ্গ ব্যাডমিন্টন। শীতের শিরশির হাওয়ার আগমনি বার্তা হলো গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে-গলিতে ব্যাডমিন্টনের কোর্ট। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে খেলাটির প্রতি প্রবল আগ্রহ জানান দেয় শীত আর ব্যাডমিন্টন যেন একই সুতোয় গাঁথা। শীতের সন্ধ্যায় পাড়া-মহল্লা, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার চিত্র পরিচিত। গ্রামে বাড়িতেও আঙিনাই হয়ে উঠে মৌসুমি এই খেলার প্রাণকেন্দ্র।

bdnewseu/15thDecember/ZI/Donbari


আরো বিভন্ন ধরণের নিউজ