পিএসজি ছেড়ে নেইমার যোগ দিচ্ছেন সৌদির ক্লাব আল হিলালে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দুই পক্ষই চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবে তাই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন। গার্লফ্রেন্ড নিয়ে থাকাসহ নতুন চুক্তিতে যেসব সুবিধা পাবেন নেইমার পিএসজি ছেড়ে নেইমার যোগ দিচ্ছেন সৌদির ক্লাব আল হিলালে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দুই পক্ষই চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবে তাই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।
শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।
সৌদির রক্ষণশীল আইনে বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড নিয়ে থাকা যায় না। তবে সম্প্রতি বিদেশি খেলোয়াড়দের জন্য এই আইন শিথিল করা হয়েছে। নেইমারও সেই সুযোগ পাচ্ছেন।ব্রাজিলিয়ান তারকা সৌদিতে আয় করবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি। তার সঙ্গে এত এত সুবিধা, নেইমারের জন্য সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিনই ছিল নিঃসন্দেহে।
সূত্র: পিএসজি টক, পিএসজি রিপোর্ট
বিডিনিউজ ইউরোপ/১৫ আগস্ট/জই/আরব