• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সৌদি আরবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

পিএসজি ছেড়ে নেইমার যোগ দিচ্ছেন সৌদির ক্লাব আল হিলালে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দুই পক্ষই চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবে তাই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন। গার্লফ্রেন্ড নিয়ে থাকাসহ নতুন চুক্তিতে যেসব সুবিধা পাবেন নেইমার পিএসজি ছেড়ে নেইমার যোগ দিচ্ছেন সৌদির ক্লাব আল হিলালে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দুই পক্ষই চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবে তাই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।
শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।

সৌদির রক্ষণশীল আইনে বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড নিয়ে থাকা যায় না। তবে সম্প্রতি বিদেশি খেলোয়াড়দের জন্য এই আইন শিথিল করা হয়েছে। নেইমারও সেই সুযোগ পাচ্ছেন।ব্রাজিলিয়ান তারকা সৌদিতে আয় করবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি। তার সঙ্গে এত এত সুবিধা, নেইমারের জন্য সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়া কঠিনই ছিল নিঃসন্দেহে।

সূত্র: পিএসজি টক, পিএসজি রিপোর্ট

বিডিনিউজ ইউরোপ/১৫ আগস্ট/জই/আরব


আরো বিভন্ন ধরণের নিউজ