কানাডার মন্ট্রিয়ালে ফরাসি গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটের অফিস বিল্ডিংয়ে গোটা পঞ্চাশেক এমপ্লয়িকে এ মুহূর্তে জিম্মি অবস্থায় রাখা হয়েছে। কে বা কারা কেন কী উদ্দেশ্যে এটা করছে তা এখনও জানা যায়নি, আপাতত ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে। 🤔 বাইরে পুলিশ আর সোয়াট টিম ঘোরাফেরা করছে, তারা ৯১১ কল পেয়ে এসেছে। বিল্ডিংয়ে আরও কিছু কোম্পানির অফিসও আছে, তাই ইউবিসফট সংক্রান্তই কিনা বলা যাচ্ছে না নিশ্চিত করে। তবে এটি কোনো টেররিস্ট অ্যাক্ট নাও হতে পারে বলে অনেকে টুইট করেছেন। কেউ একজন জানিয়েছেন, এটা প্র্যাংক হতে পারে, ইউবিসফটের নাম করে সবাইকে নাকি বলা হয়েছে ছাদে ব্যারিকেড করে দাঁড়াতে।
ইউবিসফট কোম্পানি অ্যাসাসিন্স ক্রিড, প্রিন্স অফ পার্শিয়া ইত্যাদি গেম সিরিজের নির্মাতা। এ সপ্তাহে ইউবিসফট মুক্তি দিয়েছে ভাইকিং ও নর্স মিথের ওপর ভিত্তি করে তৈরি অ্যাসাসিন্স ক্রিড ভালহালা। একে ঘিরে চলছিল প্রচণ্ড ব্যস্ততা।
বিডিনিউজ ইউরোপ/১৩ নভেম্বর/জ ই