৪ মুসলিমকে হত্যাকারী সেই কানাডীয় ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এক মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাকচাপা দিয়ে হত্যাকারী সেই ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।র আগে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রাস্তায় মুসলিম পরিবারটির ওপর ট্রাক উঠিয়ে দেয় ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী এক ড্রাইভার। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশের কাছে চালক স্বীকার করেন, মুসলিম বলেই তাদের তিনি ইচ্ছে করেই গাড়িচাপা দিয়ে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।
নিহতদের মধ্যে আছেন— সৈয়দ আফজাল (৪৬), তার ৭৪ বছর বয়সি বৃদ্ধা মা, সৈয়দ আফজালের স্ত্রীমাদিহা সালমা (৪৪) এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজাল (১৫)।
ওই হামলায় মুসলিম পরিবারটির ফায়েজ আফজাল নামে ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গাড়ি হামলার শিকার মুসলিম ওই পরিবারটি ১৪ বছর আগে পাকিস্তান থেকে এসে কানাডার লন্ডন শহরে বসবাস করে আসছিলেন। কোন ধরনের অপরাধ ছাড়াই শুধু মুসলিম হওয়ার কারণে একটি সুন্দর সাজানো গোছানো পরিবারটিকে জীবন ূিতে হলো।
এদিকে ইউরোপের সাংবাদিকদের সংগঠন “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব” সভাপতি মনিরুজ্জামান মনির ও উপদেষ্টা মাহবুবুর রহমান উক্ত ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং
লন্ডনের মেয়র অ্যাড হোল্ডার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। লন্ডনের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পল ওয়েট বলেছেন, আমাদের কাছে প্রমাণ আছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই