• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

কৃষিকে সমৃদ্ধশালী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেঃকৃষিমন্ত্রী

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

কৃষিকে সমৃদ্ধশালী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কৃষিমন্ত্রী
টাঙ্গাইলে ধনবাড়ীতে
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ধনবাড়ী উপজেলার কৃষকদের নিয়ে গঠিত (সিওজি ) সমিতির সদস্যদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১ টি পাওয়ার টিলার ও ১৬ টি ধান মাড়াই মেশিন প্রদানে এর শুভ উদ্বোধন করেন

তিনি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ শতাংশ ভতুর্কিতে (সিওজি) কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার।

গত শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। কৃষিখাতকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে এ সময় জানান মন্ত্রী।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিমসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে ১৭টি (সি ও জি) কৃষক গ্রুপের মধ্যে ৩১টি পাওয়ার টিলার ও ১৬ টি ধান মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মচারীরা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ