• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

পুতিনের আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি

Kabir Ahmed International desk bdneu
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

পুতিনের আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, দেশের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হলে তার দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।শুক্রবার (৭ জুন) যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা তাদের এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। ভোয়া জানায়,রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এক দল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উদ্দেশ্যে পুতিন বলেন, “পশ্চিমারা কোনও কারণে বিশ্বাস করেন যে, রাশিয়া এই অস্ত্র কখনও ব্যবহার করবে না।”“কারও কার্যকলাপ যদি আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে তাহলে আমাদের বিবেচনায়, সমস্যা সমাধানের জন্য যে কোনও উপায় অবলম্বন করা সম্ভব,” পুতিন বলেন। তিনি উল্লেখ করেন, তিনি যা বলেছেন তা তার দেশের নিরাপত্তা নীতির অন্তর্গত।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্র যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল তার চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারে রয়েছে।

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে রুশ নেতা দীর্ঘক্ষণ ধরে মুখোমুখি কথা বলেছেন। পুতিন সরাসরি যুক্তরাষ্ট্র ও জার্মানিকে এ ব্যাপারে সতর্ক করেছেন।তিনি বলেন, ইউক্রেনকে দূরপাল্লার ও পশ্চিমাদের তৈরি করা অস্ত্র রাশিয়ার ভেতরে নিক্ষেপ করার সুযোগ দিলে, তিনিও একই রকম রুশ অস্ত্র যুক্তরাষ্ট্র বা তাদের ইউরোপীয় মিত্রদের সীমার মধ্যে থাকা দেশগুলিতে মোতায়েন করতে পারেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, “আমাদের ভূখণ্ডে হামলা চালাতে ও আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে রণক্ষেত্রে তারা যদি এমন সব অস্ত্র সরবরাহকে সমীচীন মনে করেন, তাহলে বিশ্বের সেই সব অঞ্চলে একই ধরনের অস্ত্র সরবরাহ করার অধিকার আমাদের থাকবে না কেন, যেখানে ওই দেশগুলির (যারা রাশিয়ার ক্ষতি করছে) স্পর্শকাতর স্থাপনাগুলিতে হামলা চালাতে অস্ত্রগুলি ব্যবহার করা যেতে পারে?”

ইউক্রেনের খারকিভ অঞ্চলে সীমান্ত বরাবর দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের লক্ষবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে এই দলে যোগ দিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস, ব্রিটিশ ও ফরাসি ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেছেন পুতিন।

পুতিনের বক্তব্য অনুযায়ী, জার্মানির ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছানোয় রাশিয়ায় অনেকে অবাক হয়েছেন। তিনি আরও বলেন, “জার্মান ট্যাঙ্ক যখন প্রথম ইউক্রেনের মাটিতে হাজির হয়, তখন রাশিয়া এক নৈতিক ধাক্কা খেয়েছিল কারণ রুশ সমাজে (জার্মানির) প্রতি মনোভাব ও সম্পর্ক চিরকালই ভাল ছিল।”

পুতিন বলেছেন, “এখন তারা যদি রুশ ভূখণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় আঘাত হানতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তা রুশ-জার্মান সম্পর্ককে একেবারেই নষ্ট করে দেবে।”

bdnewseu/8June/ZI/Putin

 


আরো বিভন্ন ধরণের নিউজ