• সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মহা সমারহে শুরু হচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগৎধাত্রী পূজা  ভোলায় আ’লীগ নেতার গোপন কক্ষ থেকে, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে আবারও অতিরঞ্জিত সংবাদ এথেন্সে ম্যারাথনের কারণে প্রধান সড়ক বন্ধ রয়েছে চাঁদকাঠি চৌমাথা থেকে জেলেপাড়া হয়ে খাল খননে এলাকাবাসীকে বিক্ষুব্ধ করেছে ভোলায় ৪১জন ইউপি সচিবকে একযোগে বদলির- আদেশ স্পেনের বালিয়ারিক থেকে ৬৪১ অনিয়মিত অভিবাসী উদ্ধার বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে লাখ লাখ মানুষের ঢল ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের সর্তক করেছে টেক জায়ান্ট গুগল

কবির আহমেদ অনলাইন ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্মার্টফোন অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা এবং গোপনীয়তা ঝুঁকির বিষয়ে সব অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের সর্তক করেছে টেক জায়ান্ট গুগল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।গুগলের জেমিনি অ্যাপ প্রাইভেসি হাব ব্লগের মাধ্যমে গ্রাহকের জেমিনি অ্যাপে যে কোনো কথোপকথনের সময় তাদের গোপন তথ্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে গুগল।

জেমিনি অ্যাপস অনেকটা সুপারচার্জড গুগল অ্যাসিস্ট্যান্টের মতো। ব্লগে গ্রাহকের উদ্দেশ্যে বলা হয়েছে, অনুগ্রহ করে আপনার কথোপকথনে নিজেদের গোপনীয় তথ্য বা এমন কোনো ডেটা লিখবেন না, যা আপনি চান না কোনো পর্যালোচক দেখুক কিংবা গুগল তার পণ্য, পরিষেবা এবং মেশিন লার্নিং প্রযুক্তি উন্নত করতে ব্যবহার করুক।কেন একজনকে তার ব্যক্তিগত তথ্য জেমিনি অ্যাপে দেয়া এড়াতে হবে, তার ব্যাখ্যাও দিয়েছে গুগল। টেক জায়ান্টটি বলেছে, একবার কোনো কথোপকথন পর্যালোচনা করা হলে, সেটি একটি নির্দিষ্ট সময়ে জন্য সেখানে থেকে যায়। ব্যবহারকারী যদি তার জেমিনি অ্যাপের কার্যকলাপ মুছেও ফেলে তবুও একটি নির্দেষ্ট সময়ের জন্য সেগুলো সরানো হয় না।

কারণ এই কথোপকথনগুলো আলাদা সংরক্ষণ করা হয় এবং সেগুলো কোনো ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড থাকে না।ব্যবহারকারীর কথোপকথন বা কনভারসেশনসগুলো তিন বছর পর্যন্ত সরানো হয় না। এবং সেই কথোপকথনে ব্যবহারকারীর গোপানীয় তথ্যাদিও থাকতে পারে বলে জানিয়েছে গুগল।

গ্রাহকদের উদ্দেশে আরও বলা হয়েছে, আপনাদের যেসব কথোপকথন এবং প্রয়োজনীয় তথ্যাদি যেমন আপনার ভাষা, ডিভাইসের ধরন, আপনার লোকেসন বা ফিডব্যাক যদি কোনো মানব পর্যালোচক পর্যালোচনা করে থাকেন, তাহলে আপনি যদি আপনার জেমিনি অ্যাপের কার্যকলাপ মুছেও ফেলেন, তা সত্ত্বেও সেগুলো সরানো হয় না।

এমনকি জেমিনি অ্যাপসের অ্যাক্টিভিটি বন্ধ থাকার পরও ব্যবহারকারীর কথোপকথন তাদের অ্যাকাউন্টে ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা হয়। কারণ এটি গুগলকে তার পরিষেবা প্রদান এবং যেকোনো প্রতিক্রিয়া তৈরিতে সহায়তা করে। তবে এই অ্যাক্টিভিটি ব্যবহারকারী তাদের জেমিনি অ্যাপস অ্যাক্টিভিটিতে দেখতে পাবেন না।

তাছাড়া আপনার অজান্তে ভয়েস অ্যাক্টিভেশন দিয়েও জেমিনি অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। ব্লগ পোস্টে এ বিষয়ে গুগলের ব্যাখ্যা, ‘হেই গুগল’ এর মতো কোনো শব্দের কারণে আপনার অজান্তেই জেমিনি অ্যাক্টিভেটে হয়ে যেতে পারে।

bdnewseu/14february/ZI/google


আরো বিভন্ন ধরণের নিউজ