• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপীয় ইউনিয়নে অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা হামলায় ৩ সন্দেহভাজন গ্রেপ্তার বিচারের জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে: ড.ইউনূস হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে- ফ্রি ব্লাড ক্যাম্পিং চিকিৎসক সংকট ‌ব্যাহত হচ্ছে ঝালকাঠিত‌ স্বাস্থ্যসেবা জার্মানিতে আগামী ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন বাকুতে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস মণিপুর রাজ্যে নতুন করে সিআরপিএফ-বিদ্রোহী সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন

ভিয়েনায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ভিয়েনায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।অস্ট্রিয়া বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ভিয়েনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ নভেম্বর) ভিয়েনার ১৫ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মিলিত হন।অস্ট্রিয়া বিএনপির নেতা মাসুদুর রহমান মাসুদ এর অনুরোধে অনুষ্ঠানটি সন্চালনার দায়িত্ব পালন করেন অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা হাওলাদার আনোয়ার কামাল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকেতেলাওয়াত করেন হাফেজ গাজী হাসান।সন্চালক আনোয়ার কামাল নেতৃবৃন্দকে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার গণঅভ্যুত্থানের পটভূমি এবং অভ্যুত্থান পরবর্তী শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন সহ অন্যান্য ভূমিকা নিয়ে আলোচনার আহবান জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার নিন্দা করেন। অনেকেই বলেন, স্বাধীনতার পূর্বের বঙ্গবন্ধু আর পরের জনের মধ্যে রাতদিন তফাৎ দেখা গেছে।

অনেক বক্তা ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শাসনামল সম্পর্কে দেশের নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেওয়ার জন্য দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন। অনেকে বিগত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৫ বছরের স্বৈরশাসনের তীব্র নিন্দা করেন। উল্লেখ্য যে,এই সময়ের মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক হাজার হাজার বিএনপির নেতাকর্মী অপহরণ, নির্যাতন-নিপীড়ন, গুম ও খুনের শিকার হন।

অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন, তাদের মধ্যে অন্যতম মোঃ মোস্তফা, আলহাজ্ব দেলোয়ার হোসেন, হাজী মোশাররফ হোসেন, এনামুল হক আব্দুল্লাহ রানা, লিয়াকত আলী, মাহবুবুল ইসলাম,নাসির উদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, হাওলাদার আনোয়ার কামাল, রুস্তম আলী ফরহাদ।

মামুন হাসান, ফখরুজ্জামান জর্জ, কবির আহমেদ বাবু, মোঃ শাহাজাদা,মাওলানা গাজী হাসান, মোহাম্মদ ইউসুফ, রেজা আলী বাবু, আবু তাহের সরকার, আসাদ কাজী,আব্দুল মোমেন, আনিসুর রহমান, কাজী মেহেদী হাসান প্রমুখ।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য,দীর্ঘ নেক হায়াত এবং গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনেরসময় গণহত্যার শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা গাজী হাসান।
bdnewseu/13November/ZI/veinna


আরো বিভন্ন ধরণের নিউজ