• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

চিকিৎসক সংকট ‌ব্যাহত হচ্ছে ঝালকাঠিত‌ স্বাস্থ্যসেবা

Badhon Roy, Zalokati
আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

চিকিৎসক সংকট ‌ব্যাহত হচ্ছে ঝালকাঠিতে স্বাস্থ্য সেবা।‌ঝালকাঠি জেলায় সদর হাসপাতালসহ ১৩৬জন চিকিৎসকের পদে মাত্র ৫৮জন কর্মরত রয়েছেন ৭৮ জনের পদ শূণ্য রয়েছে। এই চিকিৎসক সংকটের কারণে ঝালকাঠি স্বাস্থ্যসেবা বেশ ঝঁুকির মধ্যে রয়েছে। । ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপ তালে ৪০জন চিকিৎসকের পদ রয়েছে কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৪জন এবং ২৬জন চিকিৎস কেরই পদ শূণ্য। সদর হাসপাতালের মেডি সিন বিশেষজ্ঞ চিকিৎসক আবুয়াল হাসান ও গাইনী বিশেষজ্ঞ মাহামুদুল হাসানসহ ৪জনই ডেপুটে শনে কাজ করছে।

এছাড়া ঝালকাঠি সদর উপজেলায় ১৩ জন চিকিৎসকের পদে ৬জন রয়েছে এবং ৭জন চিকিৎসকের পদ শূণ্য। নলছিটি উপজেলায় জ‌েলায় ৩২ জন চিকিৎসকের পদে ১২জন কর্মরত রয়েছে এবং ২০জন চিকিৎসকের পদ শূণ্য। রাজাপুর উপজেলায় জলায় ২৭ জন চিকিৎসকের পদে ১৬জন কর্মরত রয়েছে এবং ১১জন চিকিৎসকের পদ শূণ্য। কাঠালিয়ায় উপজেলায় জলায় ১৮ জন চিকিৎসকের পদে ৬জন কর্মরত রয়েছে এবং ১২জন চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ৪জন চিকিৎসকের পদে ২জন কর্মরত রয়েছে এবং ২টি পদ শূণ্য। সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে মাঝে মাঝে সদর হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালের ডেপুটিশনে কাজ করেন।

ঝালকাঠিতে এই চিকিৎসক সংকট বিগত সরকার আমলে কিছুটা পূরণ করা হলেও পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত ধরে উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে বরিশাল ঢাকায় উচ্চতর ডিগ্রি অর্জন ও অন্য অজুহাত দেখিয়ে এখান বদলী হয়ে যাওয়ায় এই শূণ্যতার সৃষ্টি হয়েছে।

bdnewseu/19November/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ