ইথিওপিয়ায় ভূমিধসে নিহত ২৫০ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।ইথিওপিয়ায় এ সপ্তাহের শুরুর দিকে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা এরই মধ্যে বেড়ে ২৫০ জন হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক কার্যালয় জানিয়েছে,আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বেড়ে ৫০০ পর্যন্ত হতে পারে।এর আগে গত মঙ্গলবার ইথিওপিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কমিশন ভূমিধসে মৃতের সংখ্যা দুই শতাধিকের ওপরে হতে পারে বলে জানিয়েছিল। ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ইথিওপিয়া আঞ্চলিক রাজ্যের গোফা এর পাহাড়ি এলাকায় রবিবার রাতে ও সোমবার এই ভূমিধস হয়।
তাছাড়াও সোমবার সকালে হয় আরেক দফা শক্তিশালী ভূমিকম্প। ফলে উদ্ধারকাজ করতে যারা উপদ্রুত এলাকায় জড়ো হয়েছিলেন তারাও এই ভূমিধসের কবলে পড়েন।
রয়টার্স জানায়, ভূমিধসে মোট ১২৫ জন বাস্ত্যুচ্যুত হয়েছে। তারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে আছে। ইথিওপিয়া রেডক্রস সোসাইটির সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষ চাপা পড়াদের অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃতের সংখ্যা ৫শ’ জনে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওসিএইচআর) এর হিসাবমতে, ভূমিধসে ২৩ জুলাইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ১৪ হাজার। এর একদিন পর ২৪ জুলাইয়ে তা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫১৫। এই মানুষেরা আবারও ভূমিধসের কবলে পড়ার প্রবল ঝুঁকিতে আছে। তাদেরকে অবিলম্বে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া প্রয়োজন।
bdnewseu/25July/ZI/Ethupia