• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

টেকনাফ কচ্চফিয়ার ভুমিদস্যু হারুন স্বজনদের জমি বিক্রির টাকা নিয়ে উধাও থানায় অভিযোগ

টেকনাফ প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

টেকনাফ কচ্চফিয়ার ভুমিদস্যু হারুন স্বজনদের জমি বিক্রির টাকা নিয়ে উধাও থানায় অভিযোগ।

টেকনাফ বাহার ছড়া কচ্চফিয়া এলাকার রশিদ আহমদের পুত্র মো: হারুন (৩৫) নামে একজন ভুমি দস্যুর বিরোদ্ধে স্বজনদের দেওয়া তথ্য-মতে জমি বিক্রির আনুমানিক (৭ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাৎ’র অভিযোগ উঠেছে ।

স্বজনদের সুত্রে জানা যায়,(১১ ডিসেম্বর) বুধবার সকালে উল্লেকিত ভুমি দস্যু হারুন তাহার কোম্পানিকে জমি বুঝিয়ে দিতে ওয়ারিশ সুত্রে পৈত্রিক ২৯ শতক জমির ওয়ারিশদের নিয়ে টেকনাফ রেজিষ্ট্রেশণ ভুমি অফিসে যান।
ওয়ারিশগণরা হলেন,মৃত:নুর আহমদের পুত্র মো: আজম,ঐ-মো:আলি আহমদ, ঐ নুরুল ইসলাম
ঐ লালো মিয়া।
মৃত: সোলতানের পুত্র, শামশুল আলম,
ঐ আবুল মনজুর ।
মৃত: আব্দুল গফুরের পুত্র ,আব্দুল মালেক,
মো:আজমের পুত্র নুরল কবির।
ভুক্তভোগীরা জানান আমাদের পৈত্রিক ২৯ শতক জমি প্রাই (৭ লক্ষ ৪০) হাজার টাকা দিয়ে বিক্রি করতে সক্ষম হয়ে ,
উল্লেকিত জমি বুঝিয়ে নিয়ে ক্রেতারা, ভুমি দস্যু হারুনের হাতে টাকা দিলে , হারুন আমাদের’কে খরচের টাকা বলে ১ লক্ষ টাকা দিয়ে বাঁকি টাকা বাড়ীতে এসে সব টাকা দেওয়ার কথা থাকলে ও উল্লেকিত টাকা না দিয়ে উলটা হুমকি দিয়ে চুপ থাকতে বলেন।
এদিকে,(১৩ নবেম্বর ) শুক্ররবার বিকেলে,
ভুক্তভোগীরা হারুনের বিরোদ্ধে শামলাপুর তদন্তকেন্দ্রে উল্লেকিত বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিডিনিউজ ইউরোপ/১৩ নভেম্বর/ জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ