• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ইউরোপের দেশ গ্রিস গত ২৯ আগস্ট ২০২৪ ইং বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করেন।দীর্ঘদিন পর হলেও শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছেন। গ্রিসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি চূড়ান্ত করে পরিপত্র আকারে ঘোষণা করেছেন যা আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে উক্ত ঘোষণা পত্রে উল্লেখ করা হয়েছে।সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য এই নতুন নিয়ম চালু করছে দেশটির নয়াডেমোক্রাতিয়া সরকার। নতুন এই নিয়মে শিক্ষার্থীরা ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেন না। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে এই সিদ্ধান্তে অভিভাবক গণ ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে শিক্ষামন্ত্রী কিরিয়াকোস পিয়েরকাকিসের মধ্যকার এক বৈঠকের পর

শিক্ষামন্ত্রী কিরিয়াকোস বলেন, গ্রীষ্মকালীন ছুটির পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে স্কুলে মোবাইল চালানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা স্কুলে মোবাইল আনলেও স্কুল চলাকালীন সময়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে পারবে না।

স্কুল চলাকালীন সময়ে কেউ মোবাইল ব্যবহার করতে দেখা গেলে প্রথমবার তাকে স্কুল থেকে একদিনের জন্য বহিষ্কার করা হবে। একই অন্যায় দ্বিতীয়বার করলে তার বিরুদ্ধে শ্রেণিশিক্ষক ব্যবস্থা নেবেন।

এছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের কোনো অডিও রেকর্ড বা ভিডিও ধারণের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে পরিপূর্ণ সম্মতি ছাড়া কোনো শিক্ষার্থী এমনকি শিক্ষকের ছবিও তোলা যাবে না।

প্রধানমন্ত্রী মিতসোটাকিস বলেন, এই নিয়ম প্রথমদিন থেকেই শতভাগ কার্যকর হবে এমনটা আমরা আশা করি না। তবে আমরা চাই, শিক্ষার্থীরা ও অভিভাবকরা ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক হোক এবং পাঠের কাজে পূর্ণ মনোযোগী হোক। গ্রিক টাইমসে উল্লেখিত প্রতিবেদন থেকে জানা গেছে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগের দারুন বিঘ্নিত হতো সেই বিষয়টিও উক্ত সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র- গ্রিক টাইমস নিউজ
bdnewseu/16September/ZI/greek


আরো বিভন্ন ধরণের নিউজ