যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক।যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে ভোলার যৌথ বাহিনী। গত রোববার দিনগত রাতে সদরউপ জেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।
আটককৃত ৭ সন্ত্রাসী হলেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মোঃ মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।
ব্রিফিং এ সালাউদ্দিন রশীদ তানভীর গণমাধ্যমকে জানান, আটককৃত ৭ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি। সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে।
দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা, দা, কুড়াল, চাপাতি, শাবল এবং ছুরিসহ আরো অনেক কিছু।
bdnewseu/17September/ZI/Crime