আত্মপর
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
একদিন পড়ন্ত বিকেলে ভেবেছি
হাসতে হাসতে একদিন মরে যাবো
সত্যিই বলছি মরে যাবো।
বাঁধাহীন নদ
কত আর সয়বে কিংবা চলবে।
এখন কিছুই আর ভাবিনা
ভাববো সেটাও ভালো লাগেনা।
তাইতো আর ভাবিনা
চলন্ত জীবন চলছে
চলুক তার আপন গতিতে
বরং চলুক।
বাঁধাহীন জীবন সেতো উল্লাসময়।
নিজের স্বাধীনতা
তাইতো হেসে হেসে মরে যাবো
সত্যিই বলছি মরে যাবো।
এই যে দেখছো গাছ
আর উড়ন্ত পাখি।
আমার শক্তিতে আশীর্বাদ।
যৌবন কলসি কবেই ভেঙ্গে গেছে
অথচ পবিত্র বিশ্বময়
এই বাক্য লিখছি।
অনুগ্রহ ও শান্তি ওপারে হাঁটছে
অথচ এখন উঠার সময়
কিছু প্রত্যাশা ছিলো
আজকে বরং নাই।
তাইতো হাসতে হাসতে মরেই যাবো
সত্যিই বলছি মরে যাবো।
বিডিনিউজ ইউরোপ/১০ নভেম্বর/বার্তা সম্পাদক