সংবিধান সংস্কার কমিশনে জেএসডি’র ২৫ দফা প্রস্তাব।সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ২৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন দলের নেতৃবৃন্দ।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে আজ ২৮ নভেম্বর, বিকাল ৩টায় দলের একটি প্রতিনিধি দল অধ্যাপক আলী রীয়াজের সাথে সাক্ষাৎ করে লিখিত প্রস্তাবনা তুলে ধরেন এবং মতবিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সহ-সভাপতি এ্যাডভোকেট কে এম জাবির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
bdnewseu/30November/ZI/Politics