• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভরা থাকবে স্মৃতি সুধায় পাত্রখানি ভোলার হৃদয়ে

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

ভরা থাকবে স্মৃতি সুধায় পাত্রখানি ভোলার হৃদয়ে ।
ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানার আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯ জুন ( সোমবার ) বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ পৃথক বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।

পরে পুলিশ সুপার মহোদয় তজুমদ্দিন থানার আঙ্গিনায় স্মৃতি সরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।এ সময় জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ভোলা। মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল।

ভোলা,জনাব মোশারেফ হোসেন দুলাল, উপজেলা চেয়ারম্যান, জনাব মরিয়ম বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, জনাব ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জনাব ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দসহ তজুমদ্দিন থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/২১জুন//জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ