• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
  • Bengali BN English EN French FR Greek EL
শিরোনাম
আগামী সোমবার জার্মানিতে পরিবহন ধর্মঘট ভোলায় তীব্র গরমে অতিষ্ঠ দ্বীপ জেলা ভোলাবাসী রোমানিয়ার সীমান্তে আবারো বাংলাদেশি আটক ২৩ স্লোভেনিয়া সীমান্তে ইতালির ‘অভিবাসী বিরোধী’ ক্যামেরা দিয়ে নজরদারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তারাবীহ নামাযের ফজীলত ও প্রয়োজনীয় কিছু মাসআলা গ্রিসে জাতির পিতার জন্ম দিন এবং জাতীয় শিশু দিবস- ২০২৩ উদ্‌যাপন সৌদিতে চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ ইউরোপে রোজা শুরু গ্রিসে বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সি সহ সভাপতি জসিম সম্পাদক জাহিদ নির্বাচিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আবারও সুদের হার বাড়াল
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

সৌদিতে দালালের খপ্পরে আটকে মানবেতর জীবনযাপন করছে ঝালকাঠির লাইজু

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সৌদি আরবে দালালের খপ্পড়ে আটক অবস্থায় মানবেতর জীবনযাপন করছে ঝালকাঠির মেয়ে লাইজু আক্তার ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদারের বিবাহিত কন্যা লাইজু আক্তার (৩০) দালালের খপ্পড়ে পড়ে সৌদি আরব গিয়ে আটক অবস্থায় মানবতার জীবনযাপন করছে এবং সেখানে সৌদি আরবের বাংলাদেশি দালালরা দৈনিক ৫০ গ্রাম চালের ভাত ও একটি মরিচ খেতে দেয়। একই জায়গায় আরো কিছু বাংলাদেশি নারীরা একই স্থানে অবরুদ্ধ রয়েছে তাদের অবস্থাও লাইজ আক্তারের মত। মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার কন্যাকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রালয় ও প্রবাসী কল্যান মন্ত্রালয়সহ ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ঝালকাঠি ভ্যান চালক মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদারের মেয়ে লাইজু আক্তার বিয়ে দেয়া হয়েছিলো এবং তার স্বামী একটি বাচ্চা সন্তান হওয়ার পড়ে অন্যত্র বিবাহ করেন। দালালের কথা বিশ্বাস করে ধারকর্য করে ভিসা পাসপোর্ট করে সৌদি আরবে গেলে লাইজু আক্তার ও তাদের সংসারে জীবনমানের উন্নতি হবে। ২০২২ সারের ১৫ মে লাইজু আক্তার সৌদি আরব যায় এবং সেখানে গিয়ে দালাল চক্র তাঁেক একটি ঘরে আটকে রাখে। একবেলা সামান্য খাবার খেয়ে ও অর্ধাহারে নির্যাতনের শিকার হচ্ছে। ঝালকাঠি কিস্তাকাঠি আবাসন প্রকল্প-১ এর বসবাসকারী মোশারফ মোল্লার পুত্র কামাল হোসেন মোল্লা লাইজু আক্তারকে সৌদি আরবে পাঠায়। বর্তমানে সে ঢাকা সিপাহীভাগ নামক এলাকায় বসবাস করছে। এই ঘটনার পর লাইজুর পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার একাধিকবার দালাল কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে জানানো হয় সৌদি আরবে পাঠানোর দায়িত্ব তার ছিলো এবং এখন এই দায়িত্ব সৌদি আরবের দালালদের। কাজের মিট খালি হলে তাদেরকে কাজ দিতে পারবে এবং সেই সময় পর্যন্ত কষ্ট করতে হবে বলে আশ্বাস দেয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ