এখনো দাঁড়িয়ে তাঁর প্রেম খুঁজো
শেখ মোঃসুরুজ আলী সূর্য
এখনো তুমি দাঁড়িয়ে থাকো,
ঠিক পুকুর বরাবর রাস্তায়।
যেখানে মাছেরা খেলা করে,
পাখিরা উড়াউড়ি করে,
বখাটে শিষ দেয়
অথচ তুমি নির্ভয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গননা করো।
হাত বাড়িয়ে প্রেম খুঁজো।
তাঁকে পাবার জন্য, দেখার জন্য তীক্ষ্ণ
চোখগুলো,
তোমার ভীষণ অসহায় হয়ে তাকিয়ে থাকে।
পিছনের গাছে বাঁধা ছাগল,
দড়ি ছিড়ে এসে তোমার সামনে
দিব্বি শিম গাছের ডগা খেয়ে যাচ্ছে
অথচ তোমার দৃষ্টিতে পড়ছেনা।
কতটুকু আনমনা হলে এমনটি হয়,
তাহা কি কখনো ভেবে দেখেছো?
তুমি ভাববে কেমনে?
তোমার মন, তোমার ভিতরে নাই
ছুটছে ছুটছে তাঁর বরাবর।
সেখানে তাঁর প্রেম খুঁজছো,
পরশে পরশে শূন্যে ভেসে ভেসে
দুইজনে পাখির উড়া দেখছো।
অথচ তুমি দিব্বি দাঁড়িয়ে আছো
পুকুর বরাবর রাস্তায়।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২আগস্ট/জই