১৭ জুলাই ২০২৩ ইংরেজি বিকাল ৩ টার পর থেকে স্টুডেন্ট ভিসা থেকে কেউ স্কিলড ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পার্মিটে সুইচ ( পরিবর্কতন) করতে পারবেনা। বৃটেনের নতুন প্রধামন্ত্রী ঋষি সুনাকের নতুন নীতিমালা জারি করলো। ইমিগ্রেশন নীতিমালায় জড়িত এমন আইনজীবীরা মনে করেন এই আইনের মধ্য দিয়ে বৃটেনে পড়তে আসা বহু স্টুডেন্টস বিপদে পড়ে গেল বলে মনে করেন।
শুধুমাত্র কোর্স কমপ্লিট করার পরেই সুইচ করা যাবে।
যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন আইন জারি হলো ১৭ জুলাই থেকে।
বিডিনিউজ ইউরোপ/১৭জুলাই/জই/যুক্তরাজ্য