ইমিগ্রেশন সহায়তা অফিস CSN CAF TORINO ৫ বছর সফলতা উপলক্ষে পূর্তি উদযাপন। দীর্ঘ দিন থেকে অভিবাসীদের সেবা প্রদান করার মাধ্যমে প্রবাসীদের কাছে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে বাংলাদেশী মালিকানাধীন শাখ রহমান সিদ্দিক দ্বারা পরিচালিত আইনি সহায়তা কেন্দ্র CSN CAF TORINO ও মানি ট্রান্সফার সার্ভিস কেন্দ্র। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্ণধার শাখ রহমান সিদ্দিক তিনি বলেন দীর্ঘ বছর ধরে মানি ট্রান্সফার সহ প্রবাসীদের সেবা মূলক বিভিন্ন সার্ভিস থাকলে গত ৫ বছর থেকে CSN CAF সেক্টরের সাথে সম্পৃক্ততায় অনেক উন্নতি করতে পারছি। আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আমি সঠিক তথ্য পরামর্শ এই কাফ সেক্টরের মাধ্যমে প্রবাসীদের আইনি সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবো। তিনি আরো বলেন কাফ, পাত্রোনাতো এবং ইমিগ্রেশন সংক্রান্ত যে কোন বিষয়ে সঠিক তথ্য ও বৈধ পথে মানি ট্রান্সফার সার্ভিসে নির্ভুল সেবা প্রদানের মাধ্যমে এপ্রতিষ্ঠানকে আরো এগিয়ে যাবো। এসময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রতিষ্ঠানের সফলতার ৫ বছর উপলক্ষ্য ইতালীর তরিনোতে এক পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সত্বধিকারী শাখ রহমান সিদ্দিকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CSN CAF এর কর্ণধার পলাশ হাওলাদার, মার্কেটিং ডিরেক্টর সরফরাজ দিন, রেসপন্সাবিলে আব্দুল্লাহ আর কাফি রিপন সহ আরো অনেকেই।
উপস্থিত অতিথি ও প্রবাসীরা অত্যন্ত আনন্দিত হয়ে তারা বলেন, এধরণের সহযোগীতামূলক প্রতিষ্ঠানের সফলতায় স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের উত্তর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বলেন বাংলাদেশী কমিউনিটিতে CSN CAF TORINO প্রবাসীদের বিভিন্ন সেবার মাধ্যমে যে সুনাম অর্জন করেছে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং প্রবাসীদের সার্থে ও সহযোগিতায় আরো নিরলস ভাবে কাজ করে যাবে।
শেষে প্রতিষ্ঠানের পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কেক কর্তন ও শুভ কামনা জানিয়ে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সফলতায় আরো সুদূর প্রসারে এগিয়ে যাওয়ার লক্ষ্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭মার্চ/জই