ঝালকাঠিতে শুরু হয়েছে দু’দিন ব্যাপি জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপি জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ক্রিকেট প্রতিযেগীতায় রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চেম্পিয়ন ও কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
মেয়েদের ক্রিকেটে ঝালকাঠি সদরের কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় রানার্স আপ হয়েছে। ভলিবল বালকে ঝালকাঠি ভকেশনাল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন নলসিটি ষাটপাকিয়া মধ্যাধ্যমিক বিদ্যালয় দল রানার্স আপ হয়েছে। বালিকা ভলিবলে রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদর উপজেলার কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয় রানার্স আপ হয়েছে। শেষ দিন এ্যাথলেটিক্স প্রতিযোগীতায় ৩টি গ্রুপে দেড় শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ করছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জই