রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা বার্ট গোরম্যানকে বহিষ্কার করলো দেশটির সরকার। কোনো কারণ কিংবা ব্যাখ্যা না দিয়েই বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হঠাৎ করে এমন সিদ্ধান্ত দেয় মস্কো।মার্কিন দূতাবাসের উপ প্রধানকে বহিষ্কার করল রাশিয়া আনুষ্ঠানিক ভাবে সরাসরি কোনো কারণ উল্লেখ না করলেও গুপ্তচরের মত গুরুত্বপূর্ণ কোন ধরনের সমস্যা চিহ্নিত করতে সক্ষম হয়েছে রাশিয়া সরকারের কাছে বলে মনে করেন বিভিন্ন সাবেক কূটনীতিক বিশ্লেষকদের মতে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হঠাৎ করেই রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের উপ প্রধান কর্মকর্তাকে বহিষ্কার করা তাদের এমন একটি সিদ্ধান্ত, যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। তাদের এই পদক্ষেপের জবাবা দেওয়ার বিষয়ে আমরা ভাবছি।’ঠিক কি কারণে এই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি মস্কো। তবে ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়ার সঙ্গে উত্তেজনা চরমে, ঠিক তখনই তাদের এমন পদক্ষেপ সেই উত্তাপকে আরও কয়েকগুণ উস্কে দিল।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৭ফেব্রুয়ারি/জই