উইন্টার
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
এই যে আমি দাঁড়িয়ে আছি
রৌদ্রের জন্যে উঠোন কোণে
ভাবছি কখন সূর্য দেখবো
রৌদ্রের আলো সমকোণে।
কুয়াশাতে পিঠার কথা
বলবো ভাবছি ঠোটের বাজে
উনুনতে যে ভাজছে তবে
গন্ধ ভাসছে খোশমেজাজে।
সূর্য নাকি কুয়াশা দেখি
বুজতে পারা শক্ত খুবই
আহা! আমার শীতের সকাল
বাতাস আসছে তবুও খাবোই।
মিঠে গেছে রৌদ্রের পাওয়া
পিঠার সাথে ওতপ্রোত
মনে আশা পূরণ হলো
যা কিছু আজ তুষারস্রোত।
সূর্যের আলো একলা হয়ে
রইল বুজি উঠোন কোণে
ক্লান্ত আমার শরীরটুকু
কাঁপছে তবে অকারণে।
বিডিনিউজ ইউরোপ/২৩ নভেম্বর/ জই