• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

অস্ট্রিয়ায় ৫ মার্চ থেকে করোনার প্রায় সকল বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক (অষ্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

অস্ট্রিয়ায় ৫ মার্চ থেকে করোনার প্রায় সকল বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা !

তবে বয়স্ক মানুষদের নার্সিংহোম,হাসপাতাল, সুপারমার্কেট ও গণপরিবহনে FFP2 মাস্ক পড়ার নিয়ম আরও কিছুদিন অব্যাহত থাকবে।অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন নেটওয়ার্ক ORF জানিয়েছে আজ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) এক সংবাদ সম্মেলনে একথা জানান। এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন (Greens)এর পূর্বে সকালে চ্যান্সেলর কার্ল নেহামারের নেতৃত্বে অস্ট্রিয়ার ফেডারেল সরকার অস্ট্রিয়ার ৯ টি রাজ্যের গভর্নরদের সাথে বৈঠক করেন।উল্লেখ্য যে,অস্ট্রিয়ায় বর্তমানে বৈশ্বিক মহামারী করোনার পঞ্চম প্রাদুর্ভাব চলছে। মাত্র প্রায় ৮৯ লাখ জন অধ্যুষিত মধ্য ইউরোপের আল্পস পর্বতমালার এই ছোট দেশটিতে বর্তমানে দৈনিক গড় সংক্রমণ প্রায় ৩০,০০০ হাজার। তবে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় ইতিমধ্যেই ঘোষণা করেছে যে,বর্তমান চলমান করোনার ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব অনেকটাই স্বাভাবিক সাধারণ সিজোনাল ইনফ্লুয়েঞ্জার আকার ধারণ করেছে। ফলে আক্রান্ত লোকজনকে তেমন একটা হাসপাতালে যেতে হচ্ছে না।

সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,”মার্চ থেকে একটি বসন্ত জাগরণ সম্ভব হবে আমাদের।” তিনি আগামী মার্চ মাসের ৫ তারিখ থেকে অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের জন্য আরোপিত বিধিনিষেধের সুদূরপ্রসারী শিথিলতা ঘোষণা করেছেন। তবে তিনি এও জোর দিয়ে বলেছেন যে,আমাদের থেকে মহামারী করোনা এখনও শেষ হয়ে যায় নি।

ইতিপূর্বেই ঘোষণা করা হয়েছিল যে,আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে যেখানে 2G নিয়ম আরোপিত আছে
সেখানে 3G নিয়ম পুনরায় ফিরে আসছে। তবে রাজধানী ভিয়েনায় হোটেল-রেস্টুরেন্টে 2G নিয়ম
আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভিয়েনার গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ)।

ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ আজ ভিয়েনা
সিটি হলে এক সংবাদ সম্মেলনে জানান,ভিয়েনায়
করোনার সংক্রমণের বিস্তার এখনও ঊর্ধ্বমুখী
থাকায় ফেডারেল রাজধানী ভিয়েনার হোটেল- রেস্টুরেন্টে 2G নিয়ম নিয়ম অব্যাহত চলমান
থাকবে। ভিয়েনার মেয়র বিনামূল্যে করোনা পরীক্ষা
অব্যাহত চালিয়ে যাওয়ার উপর জোর দেন।

তিনি আরও জানান গত কয়েকদিনে,ভিয়েনার হাসপাতালে করোনার রোগীর সংখ্যা অন্যান্য ফেডারেল রাজ্যের দিক থেকে ভিয়েনায় শীর্ষ সংখ্যা রয়েছে। লুডভিগ সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করে আরও বলেন,
করোনার সংক্রমণের বিস্তার অব্যাহত থাকায় FFP2 মাস্ক পরার নিয়ম অব্যাহত রাখার কথা বলেছেন।

নাইট গ্যাস্ট্রোনোমি,ডিসকো ইত্যাদির শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ৫ মার্চ থেকে সমগ্র দেশে।
তবে ভিয়েনা এখনও করোনার সংক্রমণ বিস্তারের অতি ঝুঁকিপূর্ণ অঞ্চল থাকায় মেয়র ৫ মার্চ থেকে ভিয়েনায়
রাতের গ্যাস্ট্রোনমি খুললেও 2G বা এমনকি 2G প্লাসও ভিয়েনায় প্রয়োগ করা উচিত বলে জানিয়েছেন।
ফেডারেল সরকার বিনামূল্যে করোনার পরীক্ষাশেষ করতে চায়। তবে ভিয়েনার মেয়র স্পষ্টভাবে পরীক্ষা পদ্ধতির প্রশংসা করেছেন। পিসিআর পরীক্ষার বিস্তৃত ব্যবহার ওমিক্রন তরঙ্গে বিশেষভাবে কার্যকর প্রমাণিত হয়েছে।

বিনামূল্যে পরীক্ষা এখনও লুডউইগের জন্য গুরুত্বপূর্ণ
“আমরা অনুমান করি যে আমাদের পরীক্ষা পদ্ধতি রোগ প্রতিরোধে সাহায্য করেছে,” লুডউইগ বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব সংক্রমণের শৃঙ্খল ভাঙার, লক্ষ্যবস্তুতে করোনা ওষুধ ব্যবহার করা এবং সম্ভাব্য নতুন রূপগুলির সঠিক চিত্র পাওয়ার এটাই একমাত্র উপায়। জনসংখ্যার প্রতিক্রিয়া দেখাবে যে মেয়রের মতে এটিই সঠিক উপায়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ