• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গ্রিস প্রবাসি ওসমানের ছেলে শাহরিয়ারের এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্তি

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

গ্রিস প্রবাসি ওসমানের ছেলে শাহরিয়ারের এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্তি

হাফেজ আবদুল্লাহ শাহরিয়ার। সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি জন্মের পর থেকে ছিলেন শান্ত ও নম্র স্বভাবের হয়ে বেড়ে ওঠেন।পিতা প্রবাসি হওয়ার কারণে যেভাবে সন্তান কে পাশে থেকে অন্য পিতাদের মত সহযোগিতা  করতে না পারলেও শাহরিয়ার কখনো বিপথগামী হননি বলে বাবা ওসমান গনি কামাল এ প্রতিবেদক কে জানান।

শাহরিয়ারের শিক্ষা জীবন:

২০১১ সালের দারুল জান্নাত মাদ্রাসা থেকে পবিত্র কোরআন হেফজ সমাপ্ত করেন।
২০১৬ সালে তাঞ্জিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরা,ঢাকা থেকে জিপিএ ৫ অর্জন করেন।
২০১৯ সালে কুমিল্লা বোর্ডের অধীনে আলমানার একাডেমি বেগমগঞ্জ থেকে এসএসসি/দাখেল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
২০২১ সালে ঢাকা বোর্ডের অধীনে ঢাকা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে
জিপিএ ৫ পেয়ে সফলতার স্বাক্ষর বহন করেছেন এবং বাবা মা সহ সকল আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করেন।প্রবাসের কঠিন পরিস্থিতিতে ও সন্তানের এ সাফল্যের জন্য দারুণ সস্তির নিঃশ্বাস পেয়েছেন বলে জানান।
পিতা ওসমান গনি কামাল আজকে শাহরিয়ারের এ ধারাবাহিক সফলতার জন্য শাহরিয়ারের গর্বধারিনী মা’র নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও শিক্ষক শিক্ষিকা গণ আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের নিকট সন্তানের আগামীর পথপরিক্রমায় দোয়া কামনা করেছেন।

শাহরিয়ারের পরিচয়ঃ

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মানিকপুর গ্রামের গ্রীস প্রবাসী ওসমান গনি কামাল ও ইসরাত জাহানের পুত্র এবং মরহুম হাজী আবদুল মালেক সাহেব ও মরহুম আবদুর রশিদ সরকারের দৌহিত্র বলে জানা গেছে।

শাহরিয়ার ভবিষ্যতে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ