ব্রিটিশ রাজবধূ ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি এখন ‘সেলফ আইসোলেশনে’ রয়েছেন। খবর বিবিসির।ক্যামিলার স্বামী প্রিন্স অব ওয়েলসের (চার্লস) গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়। প্রিন্স চার্লসের যেদিন করোনা শনাক্ত হয়, সেদিনই নমুনা পরীক্ষা করান ক্যামিলা। পরীক্ষায় তাঁর করোনা ‘নেগেটিভ’ আসে। পরে ৭৪ বছর বয়সী ক্যামিলা একাধিক অনুষ্ঠানে অংশ নেন।যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের দুই দিন পরই তাঁর ছেলে প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হয়।
গত সপ্তাহে বাকিংহাম প্যালেস থেকে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের করোনার কোনো উপসর্গ নেই। গতকাল সোমবার বলা হয়, রানির বিষয়ে নতুন করে কিছু বলার নেই।ক্যামিলা এবারই প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হলেন। আর তাঁর স্বামী ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস দ্বিতীয়বারের মতো করোনায় সংক্রমিত হয়েছেন।
রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, করোনায় সংক্রমিত প্রিন্স চার্লস ও ক্যামিলা করোনাভাইরাস-সংক্রান্ত সরকারি বিধিনিষেধ মেনে চলছেন।বৃহস্পতিবার বাকিংহামশায়ারে টেমস ভ্যালি পার্টনারশিপ সফরে গিয়ে ক্যামিলা বলেছিলেন, সৌভাগ্যবশত তিনি করোনা নেগেটিভ হয়েছেন। আগেও তিনি একাধিকবার করোনা পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথের করোনা পরীক্ষা করানো হয়েছে কি না, সে সম্পর্ক কিছু জানায়নি বাকিংহাম প্যালেস। এ-সংক্রান্ত তথ্য না দেওয়ার ক্ষেত্রে বাকিংহাম প্যালেস রানির স্বাস্থ্যগত গোপনীয়তা রক্ষার বিষয়টি সামনে আনছে।বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি।
সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, তিনি চান তাঁর ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণার মাধ্যমে তাঁর মৃত্যুর পর ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হয়েছে বলে জানায় বিবিসি।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৫ফেব্রুয়ারি/আদিল