স্পেনিশ ভাষাভাষীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন বিতরণ
স্পেনিশ ভাষাভাষীদের মাঝে কোরআন আনুষ্ঠানিক ভাবে বিতরন করেছে আল কোরআন একাডেমি মাদ্রিদ । কমিউনিটির সার্বিক সহযোগীতায় স্পেনে বেড়ে উঠা নতুন প্রজম্ম এবং স্পেনিশ ভাষাভাষীদের মাঝে ইসলামের অমর ,শাশ্বত্ব বাণী পৌঁছে দেয়ার লক্ষেই এই উদ্যেগ নিয়েছে সংগঠনটি।
গতকাল বাদ মাগরিব বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন মনির । মোর্শেদ আলম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন , খুরশেদ আলম মজুমদার, ইমাম হাসান বিন ۔۔ আব্দুল্লাহ,কাজী এনায়েতুল করিম তারেক,আল মামুন,আল আমিন, ইমাম নুরুল আলম,আব্দুল খালিক,নূর হুসেন ,জাকির হুসেন,মাসুদ আহমেদ,রমিজ উদ্দিন ,আইয়ুব আলী,আমিন উদ্দিন,আবুল হাশেম প্রমুখ । প্রথম ধাপে প্রায় পাচঁ হাজার এবং পর্যায়ক্রমে আরো পাচঁ হাজার কোরআন বিতণের পরিকল্পনা রয়েছে । বিদেশিদের মাঝে ইসলাম ফোবিয়া দূর করতে কোরআনের অনুবাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে।
বিডিনিউজ ইউরোপ/২৩ নভেম্বর /জই