ধনবাড়ীতে দোয়া মাহফিলের মধ্য দিয়ে কৃষিমন্ত্রীর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন
টাংঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি এর ৭২ তম জন্মবার্ষিকী উদজাপন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলা দলীয় কার্যালয়ে কেক কেটে এ জন্মবার্ষিকী উদজাপন করা হয়। নূরুল হক নূরুর সঞ্চালনায় মোঃ হারুনার রশিদ হীরার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ. হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুল আলম সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান মিলন যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল আলম পাভেল সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন এসময় কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি এর দীর্ঘয়ু কামনা করে মোনাজাত করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩ ফেব্রুয়ারি/জই