ভূমধ্যসাগরের তিউনিশিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন৷ এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন৷
নৌকাটিতে মোট ৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ এদের মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলে জানায় ইউএনএইচসিআর৷
উদ্ধারকৃতদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার সমুদ্র উপকূল থেকে বুধবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে৷ যাত্রাপথে এক পর্যায়ে বৃহস্পতিবার টিউনিশিয়ার সমুদ্রউপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে গেলে হতাহতের এই ঘটনা ঘটে৷ অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে৷
উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন৷ বেশিরভাগ সময় আফ্রিকার দেশ টিউনিশিয়া এবং লিবায়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় এসকল যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা কালে নৌকাডুবিতে গত বছর অন্তত ১৬শ’ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। এমন পরিস্থিতি তে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে নিজের জীবন যেভাবে শেষ হচ্ছে, তেমনিভাবে পরিবার ও সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সুনাম ও ক্ষতি গ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশের সকল নাগরিকদের এমন ঝুঁকি পূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করেন।
সূত্র – মাইগ্রেন ইনফরমেশন ডেক্স
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ জানুয়ারি/জই