বাংলাদেশে থেকে নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন তার ফেসবুক ওয়ালে ভারতীয় পুরুষদের লুঙ্গি পরা টা কে বেশ অশ্লীল পোশাক বলে তার কাছে মনে হয় সেটি তিনি উল্লেখ করেছেন তার লিখাটি নিম্নে বিডিনিউজ ইউরোপ হুবহু তুলে ধরলাম দর্শকদের জন্য:
“পুরুষের লুঙ্গিটাকে আমার খুব অশ্লীল পোশাক বলে মনে হয়। ভারতীয় উপমহাদেশে যে পুরুষেরা লুঙ্গি পরে, তাদের বেশির ভাগই কোনও আণ্ডারওয়্যার পরে না, লুঙ্গিটাকে অহেতুক খোলে আবার গিঁট দিয়ে বাঁধে। কখনও আবার গিঁট ছুটে গিয়ে হাঁটুর কাছে বা গোড়ালির কাছে চলে যায় লুঙ্গি।
তাছাড়া লুঙ্গি পরার পরই শুরু হয় তাদের অঙ্গ চুলকানো। ডানে বামে পেছনে সামনে এত কেন চুলকোয় কে জানে। সামনে মানুষ থাকলেও তারা অঙ্গ অন্ড কিছুই চুলকোনো বন্ধ করে না, না চুলকোলেও ওগুলো ধরে রাখার, বা ক্ষণে ক্ষণে ওগুলো আছে কি না পরখ করে দেখার অভ্যেস কিছুতেই ত্যাগ করতে পারে না। পরখ করার ফিকোয়েন্সিটা অবশ্য মেয়েদের দেখলে বেশ বেড়ে যায়”।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ জানুয়ারি/জই