• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গতকাল রাতে ‌’হলুদ ছোঁয়া’য় পরীমনি ও শরিফুল রাজ আজ বিয়ে

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

গতকাল রাতে ‌’হলুদ ছোঁয়া’য় পরীমনি ও শরিফুল রাজ
গতকাল সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে নিজেদের হলুদে রাঙিয়েছেন পরীমনি-শরিফুল রাজ দম্পতি ৷ বিবাহোত্তর এই হলুদ সন্ধ্যায় অতিথি ছিলেন সর্বসাকুল্যে ২০ জন ৷ রাজ ও পরীর পরিবারের সদস্য ও ঘনিষ্টজনদের নিয়ে আজ একইভাবে হবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা ৷


হলুদ সন্ধ্যায় অনাগত সন্তানের হার্টবিট শোনার চেষ্টা করছেন রাজ
এর আগে ১০ জানুয়ারি একইসঙ্গে বিয়ে ও মা হওয়ার খবর জানিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন পরিমনি ৷ গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ছবি গুনিন-এর শুটিংয়ে গিয়ে সহশিল্পী শরিফুল রাজের সঙ্গে পরীর প্রণয়ের সূত্রপাত ৷ দেরি না করে তখনই গোপনে বিয়েটা সেরে ফেলেন তাঁরা ৷ হবু মা পরী ও হবু বাবা রাজ তখন জানিয়েছিলেন, গত বছরের ১৭ অক্টোবর তাঁরা বিয়ে করেন ৷ সেই বিয়েকে এবার আনুষ্ঠানিকভাবে উদযাপন করার প্রথম পর্ব ছিল গতকালের গায়ে হলুদ ৷দ্বিতীয় পর্বে আজ বর-কণে সেজে হাজির হবেন আমন্ত্রিত অতিথিদের সামনে ৷মেহেদিমাখা হাত রাজ ও পরীর। পাশে দুই নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী

চিত্রনায়িকা পরীমনি মা হতে চলছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। গত বছর গোপনে বিয়ে করেন তারা। জানা যায়, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেম হয়। এরপর তারা বিয়ে করেন। তবে শুরুতে বিষয়টি তারা গোপন রাখলেও পরে পরিচালকে তা জানান।এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কয়েকদিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে বিয়ে ও তাদের সন্তান আগমনের বিষয়টি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’এদিকে, সোমবার (১০ জানুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রাজ। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসে আছেন পরীমনি, হাতে একটি ফুল। পেছনে দাঁড়িয়ে রাজ।

পরীমনি জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ‘বিশ্বসুন্দরী’খ্যাত এই তারকা বলেন, ‘চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি।’এখন থেকে আগামী দেড় বছর আর কোনো শুটিং করবেন না বলেও জানান পরী। সন্তানকে সুন্দরভাবে পৃথিবীর মুখ দেখাতে চান তিনি।

গতকালের গায়ে হলুদে উপস্থিত ছিলেন শোবিজের তিন পরিচালক চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও রেদওয়ান রনি ৷ গণমাধ্যমে তাঁরাই জানিয়েছেন পরী-রাজের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার খবর ৷
তবে রাজ-পরী এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এখনো কিছু জানাননি নির্মাতা রেদওয়ান রনিকে গুরু মানেন রাজ। শিষ্যের হলুদ সন্ধ্যায় দুষ্টুমিতে মেতেছেন রনি

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২ জানুয়ারি /জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ