করোনার মধ্য দিয়ে ধনবাড়ীতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ধনবাড়ীতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার নওয়াব ইনস্টিটিউশন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন, ধনবাড়ীর পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। একজন প্রতিযোগী দুটি খেলার অংগ্রহণ করতে পারবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২০ জানুয়ারি/জই