• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অব্যাহত আশঙ্কাজনক ভিয়েনার অ্যাপার্টমেন্ট থেকে ৩১ অবৈধ অভিবাসীসহ পাচারকারী আটক ২ ফ্যাশনের জগতে নতুন আলোড়ন “রিস্কি ফ্যাশন” ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা দাফনের ৫ দিন পর জানতে পারল মেয়ে জীবিত চেয়ারম্যান ইফতারুল হাসানের ভয়ে আতঙ্কিত ভোলাবাসী রক্ষা পেতে বিশাল বিক্ষোভ চরভদ্রাসনে নবগঠিত ছাত্রলীগ কমিটির আনন্দ মিছিল বাংলাদেশীদের জন্য মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু “রোহিঙ্গাদের ভুলে যাবেন না”- জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অটোয়ায় শিখ নেতা হত্যার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চরমে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

রিক্সা হারানো নাজমুলকে নতুন রিক্সা দিলেন ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

রিক্সা হারানো নাজমুলকে নতুন রিক্সা দিলেন ছাত্রলীগ সভাপতি বক্কর

জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিক্সা হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়া নাজমুল কে ব্যক্তিগত অর্থায়নে একটি নতুন রিক্সা উপহার দিয়ে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।

নাজমুল সদর উপজেলাধীন খুনিয়াগাছ ইউনিয়ন এর মুন্সির বাজার এলাকার এমদাদুল হকের ছেলে। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র অবলম্বন সে এবং তার রিক্সা।

জানা যায়, গত এক মাস আগে লালমনিরহাট রেলওয়ে ওভারব্রিজের নিচে রিক্সা রেখে হোটেলে নাস্তা করতে ঢুকে নাজমুল। এরপর বেরিয়ে এসে রিক্সাটি পায়না।জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়ে নাজমুল।এবিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর জানতে পারলে তিনি নতুন রিক্সা উপহার দিয়ার প্রতিশ্রুতি দেন নাজমুল কে।সেই প্রতিশ্রুতি রাখতেই আজ নাজমুলকে একটি নতুন রিক্সা উপহার দেন তিনি।

নতুন রিক্সা উপহার পেয়ে অসহায় নাজমুল বলেন, রিক্সাটি হারিয়ে আমি একবারে ভেঙ্গে পড়ি। এরপর জাবেদ হোসেন বক্কর ভাই নতুন রিক্সা দেয়ার কথা দেয় আমাকে। আজ ভাই আমাকে একটা রিক্সা দিয়েছে। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এই ঋণ আমি কখনেই শোধ করতে পারবোনা। দোয়া করি জাবেদ হোসেন বক্কর ভাই অনেক ভালো থাকুক। আল্লাহ ওনাকে সব সময় ভালো রাখুক।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর বলেন, নাজমুলের রিক্সা হারানোর খবরটি শুনে খুব খারাপ লাগে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি রিক্সা দিবো। আজ সেটা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে আমার। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এভাবে সব সময় মানুষের উপকার করার তৌফিক দান করেন।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ