• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

আইরিশ সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দিচ্ছে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

অবৈধ অভিবাসীদের বৈধতা দিচ্ছে আইরিশ সরকার।

আয়ারল্যান্ড এর ইতিহাসে এ প্রথমবারের মত অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। প্রায় বিশ হাজারের মত বৈধ কাগজপত্র বিহীন অভিবাসী রয়েছে আয়ারল্যান্ড এ। মানবিক দিক বিবেচনায় সরকার এসব অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যাতে করে তারা পর্যায়ক্রমে আইরিশ নাগরিকত্ব পেতে পারেন এবং আইরিশ সমাজে আরো বেশি অবদান রাখতে পারেন।

বৈধতা পাবার শর্ত সমূহের মধ্যে অন্যতম, শিশু সন্তান রয়েছে এমন পরিবার তিন বছরের বেশি, একক আবেদনকারী চার বছরের বেশি আয়ারল্যান্ড এ অবৈধভাবে আয়ারল্যান্ড এ বসবাস করছেন। আবেদনকারীর পূর্বে অপরাধ সংশ্লিষ্টতা না থাকা।

আবেদন করার সময় আবেদনকারীর পরিচয় নিশ্চিত করতে পাসপোর্ট ( মেয়াদ সহ/ মেয়াদ উত্তীর্ণ) , আইরিশ ড্রাইভিং লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ আইরিশ রেসিডেন্স পারমিট, পাবলিক সার্ভিস কার্ড, জাতীয় পরিচয়পত্র (মেয়াদ সহ/ মেয়াদ উত্তীর্ণ) এর মধ্যে যেকোন একটি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

এছাড়া নির্দিষ্ট সময়কাল আয়ারল্যান্ড এ অবস্থান করার প্রমাণ হিসেবে পূর্বে ইস্যুকৃত আইরিশ রেসিডেন্স পারমিট অথবা জি এন আই বি কার্ড (মেয়াদ উত্তীর্ণ), ইমিগ্রেশন সার্ভিস ডেলিভারি/ আই এন আই এস কতৃক পূর্বে ইস্যুকৃত যেকোন চিঠি, সোশ্যাল প্রটেকশন স্টেটমেন্ট অথবা পি ইউ পি গ্রহণ করার প্রমান, বিদ্যুৎ/ গ্যাস/ ইন্টারনেট/ টেলিভিশন/ টেলিফোন বিলের কপি, পি আর টি বি রেজিস্ট্রেশন, পি ৪৫/ পি ৬০/ পি ২১, বৈবাহিক সনদ, জুনিয়র সার্টিফিকেট/ লিভিং সার্টিফিকেট/ ইউনিভার্সিটিতে পড়ার প্রমানপত্র, শিশুদের আবেদনের ক্ষেত্রে স্কুল প্রিন্সিপলের চিঠি, ডাক্তার/ হাসপাতালের চিঠি, কোভিড ১৯/ শিশুদের টিকা নেওয়ার প্রমানপত্র, ব্যাংক / বিল্ডিং সোসাইটি/ ক্রেডিট ইউনিয়ন কতৃক ইস্যুকৃত যেকোন স্টেটমেন্ট, তৃতীয় কোন দেশে তৃতীয় কোন ব্যাক্তিকে টাকা ( ওয়েস্টার্ন ইউনিয়ন) পাঠানোর প্রমানপত্র, সরকারের যে কোন প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিপত্র আবেদনপত্রে সংযুক্ত করতে হবে।

পরিবার সহ আবেদনের ক্ষেত্রে, স্বামী/ স্ত্রী সম্পর্কের প্রমান করতে হবে। এক্ষেত্রে, বৈবাহিক সনদ/ সিভিল পার্টনারশিপ সার্টিফিকেট (আয়ারল্যান্ড এ অথবা আয়ারল্যান্ড এর বাইরে ইস্যুকৃত) সংযুক্ত করতে হবে। এছাড়া স্বামী স্ত্রী হিসেবে নূন্যতম দুই বছর একসাথে বসবাস করার প্রমানপত্র দেখাতে হবে। আবেদনকারীর শিশু সন্তান থাকলে শিশুর অভিভাবকত্বের প্রমান দিতে হবে। সন্দেহজনক মনে হলে ডি এন এ পরীক্ষার ফলাফল আবেদন এ সংযুক্ত করতে হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪জানুয়ারি/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ