• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের মিলন মেলা

আশিকুল ইসলাম আশিক, ( ককসবাজার) সদর
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বৃহত্তর টেকপাড়ার অন্তর্গত পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
গত ২৫ ডিসেম্বর রোজ শনিবার ক্যাপ্টেন হিরাম কক্সের ডাক বাংলোয় এই মহামিলন অনুষ্ঠিত হয়।
উক্ত মহা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রামু আসনের মাননীয় সাংসদ ও জনপ্রিয় নেতা সাইমুম সরওয়ার কমল। এছাড়াও উক্ত মিলনমেলায় সংযুক্ত হোন কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার, ৪ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সভাপতি আরমানুল আজিম,টেকপাড়া সোসাইটির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান ও ছাত্রনেতা এহেসান উল্লাহ।

পরিষদের সভাপতি বখতিয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন বর্তমান পরিস্থিতিতে পারিবারিক বন্ধন অটুট রাখা কষ্টসাধ্য, সেক্ষেত্রে পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের এই মিলনমেলার ভূয়সী প্রশংসা করে এ বন্ধন আরো অটুট রাখার আহবান জানান। তিনি পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের বিপদেআপদে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও বিশেষ অতিথিরা পরিষদের সমৃদ্ধ কামনা করে পরিষদের ভবিষ্যত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান ও সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পারিবারিক মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পারিবারিক মিলনমেলা উদযাপন কমিটির সদস্য সচিব প্রভাষক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আরো অনুভূতি প্রকাশ করেন পরিষদের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, নুরুল আবছার, সলিম, নুর হোসাইন বাবুল, জসিম উদ্দিন, শেখ আবদুল্লাহসহ অণেকে।

উক্ত মহামিলনে আনন্দ সমাবেশ, বয়সভিত্তিক খেলাধুলা পরিচালনা ও পুরস্কার বিতরণ করা হয়।

রেফেল ড্র পরিচালনা কমিটি আহবায়ক আবু জায়েদ ও সদস্য সচিব শাহাদাত হোসেনের নেতৃত্বে রেফেল ড্র পরিচালনা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত মহতি অনুষ্ঠান সফল করার জন্য সাইফ উদ্দিন আহমেদ, আরমান কবির বাবু,আশিকুল ইসলাম, আবু জাহিদ,জাহেদুল আলম, সাইফুল বশর, হোসেন রেজা প্রমূখ সর্বাত্মক সহযোগিতা করেন।

সাংসদ সাইমুম সরওয়ার কমল কর্তৃক তার নিজ বাসায় পরিষদের সকল সদস্যদের আপ্যায়নের মাধ্যমে পারিবারিক মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ